• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    মৌলভীবাজারে ধারালো সাপুলের আঘাতে আহত-৩

      অজিত দাস, ব্যুরো চীফ সিলেট বিভাগীয় প্রতিনিধি : ১ এপ্রিল ২০২৩ , ১:৪৩:২০ প্রিন্ট সংস্করণ

    মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের হলিমপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত পারিবারিক ঝগড়া-কে কেন্দ্র করে মৃতঃ ছাতির মিয়ার পুত্র সুহেল মিয়া ওরফে লালদাড়ী (৪৫) ও তার স্ত্রী ফারহানা বেগম এর ধারালো সাপুলের আঘাতে ৩জন গুরুতর আহত হয়েছেন।

    আহতরা হলেন- হলিমপুর গ্রামের মৃত আব্দুন নুর মিয়ার পুত্র আব্দুল গাফফার পিনু (৩২), আব্দুস সালাম মিন্টু (৪০), মৃত রুবেল মিয়ার পুত্র জিহান আহমদ (১৮)। গুরুতর আহত আব্দুল গাফফার পিনু সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিবরনে জানা গেছে- গত ২৬ মার্চ রাত অনুমান ১১ ঘটিকায় পূর্ব পরিকল্পিত ভাবে সামান্য কথা-কাটাকাটির সুত্র ধরে সুহেল মিয়া ওরফে লালদাড়ী বাড়ীর উঠানে তার হাতে থাকা সাপুল দিয়ে প্রাণে হত্যার লক্ষে মাথা লক্ষ করে আব্দুল গাফফার পিনু‘র উপর হামলা করে। তখন আব্দুল গাফফার মাটিতে লুঠে পড়েন। এ সময় অন্যান্য লোকজন দৌড়ে আসলে হাতে থাকা সাপুল দিয়ে তাদেরকেও হামলা করে। তার স্ত্রী ও হামলায় অংশ গ্রহন করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

    এ সময় চিৎকার শুনে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ১ম মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। এ সংবাদ পরিবেশন পর্যন্ত গুরুতর আহত আব্দুল গাফফার পিনু আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মামলার প্রস্তুতি চলছে।

    আরও খবর

    Sponsered content