• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    চা বাগানে মদের দোকান বন্ধ রাখার অনুরোধ করেন- জেলা পুলিশ সুপার

      প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৩ , ৫:২৮:১০ প্রিন্ট সংস্করণ

    স্মরন সিং,স্টাফ রিপোর্টার,মৌলভীবাজারঃ

    শ্রীমঙ্গল থানা ও জেলা পুলিশের যৌথ আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি মোঃ মনজুর রহমান, পুলিশ সুপার মৌলভীবাজার,বিশেষ অতিথি হিসেবে শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, সাবেক শ্রীমঙ্গল উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সাগর হাজরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভূল, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি পংকজ কন্দ ও সাধারণ সম্পাদক নৃপেল পাল,অর্থ সম্পাদক পরেশ কালিন্দী , কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় মোহন চক্রবর্তী,৯ টি ইউনিয়ন চেয়ারম্যান, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার চা বাগানের চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ ও চা শ্রমিকগণ, উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বলেন শ্রীমঙ্গল উপজেলার অধীনস্থ সকল চা বাগানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আসন্ন দূর্গা পূজা উৎসব চা বাগানে ভিতরে বৈধ্য মদের দোকান বন্ধ রাখার অনুরোধ করেন। বহিরাগত মাদক সেবনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও চা শ্রমিকদের লালিত গরু চুরি রোধ করতে গরু চোরদের চিহ্নিত করে তাদের ধরতে উদ্বুদ্ধ করেন। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো.মনজুর রহমান আরও বলেন,চা বাগান শ্রমিক নেতৃবৃন্দের বক্তব্য থেকে বুঝা গেছে তাদের উপলব্ধি হয়েছে বিট্রিশরা চা বাগানে মদের প্রচলন শুরু করে তারা সপ্তাহে যা রুজি করেন প্রায় সব টাকা মদ সেবনে চলে যায়। তিনি চা শ্রমিকের উপলব্ধির জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আপনাদের ছেলে-মেয়েরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছে ও সরকারি চাকরি পাচ্ছে। এটা আপনাদের অগ্রযাত্রার সহায়ক। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা জেলা পুলিশ মাদক সহ সব ধরনের আইনশৃঙ্খলা বিরোধী কাজ বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছি বলে তিনি জানান।

    শ্রীমঙ্গল থানার তদন্ত অসি আমিনুল ইসলাম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।

    আরও খবর

    Sponsered content