• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    আইএইচটির ছাত্রলীগ নেতা সজল গ্রেফতার

      প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৫৫:১৩ প্রিন্ট সংস্করণ

    রানা মুহম্মদ সোহেল,বগুড়া

    বগুড়ার আইএইচটির সমালোচিত ছাত্রলীগ নেতা সজলকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শারাফত ইসলাম।

    মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় শেরপুর ছোনকা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, গত ২৯ আগস্ট মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও হোস্টেলের মিল ম্যানেজার আমিনুল ইসলামকে মারধর করেন সজল ঘোষ।

    এই মারধরকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। প্রায় দু ঘণ্টা সড়ক অবরোধ রাখার পর তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন। তখন থেকেই তারা কলেজের ভিতরে বিক্ষোভ চালিয়ে যান। ছাত্রলীগ নেতা সজল কুমার ঘোষকে গ্রেপ্তার না করতে পারায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ধাপে ধাপে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় বগুড়া শহরের শেরপুর রোডের দুপাশে কয়েকশ গাড়ির যানযট বেধে যায়। ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ।

    তবে অ্যাম্বুলেন্সগুলোকে যাতায়াতের সুযোগ করে দিয়েছিল শিক্ষার্থীরা। এর আগে ২৯ আগস্ট থেকে তিন দফা দাবিতে ক্লাস বর্জন করে লাগাতার আন্দোলন করছেন আইএইচটির শিক্ষার্থীরা। দাবিগুলো হলো বহিরাগত সন্ত্রাসীকে আশ্রয় ও প্রশ্রয়দানকারী অধ্যক্ষ ডা. আমায়াত-উল-হাসিনের অপসারণ, সন্ত্রাসী, চাঁদাবাজ, ইভটিজিংকারী সজল ঘোষের গ্রেপ্তার ও শাস্তি এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ।

    অবরোধের কারণে শেরপুর সড়কের আইএইচটির দু পাশে তীব্র যানযটের সৃষ্টি হয়। গন্তব্যে পৌঁছাতে ছোট-বড় সব ধরনের যানবাহন প্রধান সড়ক ছেড়ে গলি দিয়ে যাতায়াতের চেষ্টা করে।

    এতে করে শহরের ভিতরেও সড়কগুলোতেও গাড়ির লম্বা লাইন লেগে যায়। অনেকে গাড়ি ছেড়ে ব্যাগ-বস্তা নিয়ে হেঁটে রাস্তা পার হয়ে যান। পরবর্তীতে ২ সেপ্টেম্বর ছাত্রলীগ নেতা সজল কুমার ঘোষের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন শিক্ষার্থী শাহরিয়ার হাসান। গতকাল সোমবার অধ্যক্ষকে সড়িয়ে বাগেরহাট নেয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সমালোচিত সেই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    আরও খবর

    Sponsered content