• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    গোমস্তাপুরের বোয়ালিয়া ইউ`পি চেয়ারম্যানের বিরুদ্ধে পাঁচ ভুক্তভোগীর অভিযোগ

      প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৩ , ৮:০৫:২০ প্রিন্ট সংস্করণ

    মোঃ শরিফুই ইসলাম, বিশেষ প্রতিনিধি:

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৬ নং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামলের বিরুদ্ধে ভিজিডি উপকারভোগীর তালিকা প্রণয়নে ব‌্যাপক অ‌নিয়‌মের অ‌ভি‌যোগ উঠেছে উক্ত ইউনিয়নের পাঁচ ভুক্তভোগীর।অভিযোগ সূত্রে জানা যায় বোয়ালিয়া ইউনিয়নের অধিনে ৮ও৪ নং ওয়ার্ল্ডের অসহায় দরিদ্র অধীবাসী।মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ভিডাব্লিউবি ২০২৩-২৪ এর ভিজিডি কার্ডের জন্য অনলাইনে আবেদন ঘোষণা হলে ও আমরা যথারীতি নিজেদের ছবি ও এনআইডি সহ আবেদন করি।উক্ত আবেদন গুলো যাচাই বাছাই করে আমাদের চূড়ান্ত তালিকায় নাম আসে।সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলে দপ্তর প্রধান জানান, যে আপনাদের ভিজিডি কার্ড চেয়ারম্যানকে হস্তান্তর করা হয়েছে।সম্প্রতিকালে চলতি মাসে চাউল বিতরণকালে আমরা চেয়ারম্যানের কাছে গেলে চাউল বা ভিজিডি কার্ড চেয়ারম্যান আমাদের প্রদান করেন নাই।ফলে আমরা প্রথম কিস্তির চাউল হতে বঞ্চিত হয়েছি। পাঁচ ভুক্তভোগীরা হলেন,(০১)মোসাঃলতা বেগম (২৭) তালিকার ক্রমিক নং-১১ স্বামী মোঃমামুন আলি গ্রাম ঘাটনগর,(০২)মোসাঃনাসিমা বেগম(৩৭) ক্রমিক নং -০৭ স্বামী মোঃনাজিরুল ইসলাম গ্রাম ঘাটনগর,(০৩) মোসাঃ বেগম (৩৫) ক্রমিক নং -০১ পিতা মোঃ আকবর আলী গ্রাম কাঞ্চনতলা,(০৪) কনিকা রানী (২৪) ক্রমিক নং -১৬ স্বামী বিকাশ দাস গ্রাম কাঞ্চনতলা,(০৫) মোসাঃ আয়েশা খাতুন (২৪) ক্রমিক নং -৩৩ পিতা মোঃ আমিজ উদ্দিন গ্রাম কাঞ্চনতলা ০১। দুস্থ অসহায় জনগনের দাবি এত অনিয়মের অভিযোগ থাকার পরেও জানিনা কত টাকার বিনিময়ে অধরাই থেকে গেল দুস্থ অসহায় পরিবারের অভিযোগ। আমরা যারা দুস্থ অসহায় পরিবার আছি, আমরা কোথায় গেলে এইসমস্ত অর্থলোভীর বিচার পাব। আমরা জানি বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুস্থ অসহায় পরিবারের জন্য প্রতি নিয়তিই অক্লান্ত পরিশ্রম করে আসছে। এই বিষয়ে বোয়ালিয়া ইউপি চেয়ারম্যানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,সব অভিযোগ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন এবং বলেন অভিযোগ করেছে প্রমান দিবে বলে ফোন কেটে দেন। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,উপজেলাতে মিটিং হয়েছে রেজুলেশন করা হবে। এই বিষয়ে আরও মুঠোফোনে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক একেএম গাঁলিভ খান বলেন তদন্ত করে দেখবো।

    আরও খবর

    Sponsered content