• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজধানী

    গাজীপুর প্রেসক্লাবের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

      প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৩ , ৪:৪৭:৪০ প্রিন্ট সংস্করণ

    আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি

    গাজীপুর প্রেস ক্লাবের (২০২৩-২০২৪) মেয়াদে নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রেসক্লাবের সভা কক্ষে শপথ বাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী। এ উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিদায়ী কমিটি অনুষ্ঠানিকভাবে নির্বাচিত কমিটির কাছে তাদের দায়িত্ব হস্তান্তর করেছেন।

    বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী সভাপতি অধ্যাপক মাসুদুল হক অনুষ্ঠানিকভাবে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতির কাছে অনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

    এসময় নতুন সভাপতি অধ্যাপক এনামুল হক বলেন, সকলের সহযোগিতা নিয়ে গাজীপুর প্রেসক্লাবকে সামনে এগিয়ে নিতে চাই। আমরা মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাসহ গাজীপুরবাসীর সকলের সহযোগীতায় প্রেসক্লাব ভবনটিকে নামমাত্র মূল্যে ক্রয় করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানোর আশা ব্যক্ত করেন। এছাড়াও সকল বিভেদ ভুলে সাংবাদিকদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে কাজ করবো।

    উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর গাজীপুর প্রেসক্লাব কার্যালয়ে (২০২৩-২০২৪) মেয়াদে ১৭ টি পদের মধ্যে ১৬টি পদে কোনো প্রতিদ্ব›িদ্ব না থাকায় তাদেরকে বিান প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার। সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ৩৬ ভোট পেয়ে অধ্যাপক এনামুল হক সভাপতি নির্বাচিত হন।

    আরও খবর

    Sponsered content