• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    শরীয়তপুরের পদ্মা নদীতে চাঁদাবাজি 

      আমিনুর খান, শরীয়তপুর প্রতিনিধি: ১১ মার্চ ২০২৩ , ৮:০৩:২৮ প্রিন্ট সংস্করণ

     

     

    শরিয়তপুর জেলার জাজিরা থানাধীন পদ্মা নদীতে চাঁদাবাজি করার সময় চক্রের সাত সদস্যকে আটক করেছে মাঝীর ঘাট নৌ-পুলিশের একটি দল । ৯ই মার্চ সকালে জাজিরার পালেরচর ও কুন্ডেরচর এলাকায় পদ্মানদী হতে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাঝীরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির মো: জহিরুল হক ।
    আটককৃতরা হলেন, পাথালিয়া কান্দির মোক্তার মাদবরের ছেলে আল আমিন মাদবর (২২), বাবুর চর আব্বাস বেপারি কান্দির আবু মাদবরের ছেলে রাজিব মাদবর (২২), জব্বার আলী আকন কান্দির মোশারফ আকনের ছেলে শান্ত আকন (২১) কালিকা প্রসাদের আনিস শেখের ছেলে নসিন শেখ (১৯), বাবুরচর সরল খার কান্দির মো: কাজল ওরফে কালু খানের ছেলে মো: মামুন খান (২৩), আমিন হোসেন আকনের ছেলে স্বপন আকন(২৬), ও ইব্রাহিম মাদবরের ছেলে ইমরান হোসেন মাদবর(২০)।
    এ সময় তাদের কাছ থেকে ২টি ট্রলার, চাঁদাবাজি করা নগদ ৬ (ছয়) হাজার টাকা ও কিছু ব্যাগ উদ্ধার করে বাংলাদেশ নৌ-পুলিশ । নৌ-পুলিশ কর্তৃক জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর বাবুরচর এলাকায় ট্রলারযোগে অবস্থান করে কিছু চাঁদাবাজ বিভিন্ন পণ্যবাহী ও বালুবাহী বাল্কহেড-জাহাজ থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করছে। খবর পেয়ে সাথে-সাথে মাঝীরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: জহিরুল হকের নেতৃত্বে ফাঁড়ির এ.এস.আই মোঃ শহিদুল ইসলামসহ একটি টিম অভিযান পরিচালনা করে করে, তাদেরকে আটক করে l
    মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ ও উপ-পরিদর্শক মো: জহিরুল হক বলেন, প্রাথমিকভাবে আটককৃতরা পণ্যবাহী ও বালুবাহী বাল্কহেড থেকে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি করা এবং চাঁদা না দিলে নৌযানের চালকদেরকে ভয়ভীতি প্রদর্শন করে মারপিট করার কথা স্বীকার করেছে। । এই ঘটনায় জাজিরা থানায় দু’টি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছেl

    আরও খবর

    Sponsered content