• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    সুবর্নচরে যুবলীগ কর্মীকে বিদ্রোহী চেয়ারম্যান কর্তৃক মারধর ও গুলির অভিযোগ

      প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ৪:২৮:৩২ প্রিন্ট সংস্করণ

    নোয়াখালী প্রতিনিধি:

    নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক যুবলীগ কর্মীকে বেদম মারধর ও পায়ে গুলি করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

    জানা যায় দুপুর ১২ টার পর যুবলীগ কর্মী মোঃ হোসেন স্হানীয় ছেওয়াখালী বাজারে চা দোকানে বসে চা খাচ্ছিলেন, এ সময় সুবর্ণচর উপজেলার ১নং চর জব্বর ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক’এর দুই সমর্থক তাকে উত্যক্ত করছিল।সে প্রতিবাদ করলে তার সাথে বাগবিতণ্ডা হয়।এ সময় চেয়ারম্যানের লোকজন তাকে দোকানের শাটার বন্ধ করে মারধর করে আটকে রাখে, পরে চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ঘটনাস্থলে এসে যুবলীগ কর্মী মোঃ হোসেনকে নিজ গাড়িতে উঠিয়ে চোখে গামছা পেঁচিয়ে নির্জনস্থানে নিয়ে যায়, পরে চেয়ারম্যান নিজেই তাকে মারধর এবং পায়ে গুলি করার অভিযোগ করেন এই ভুক্তভোগী।তার পায়ে গভীর ক্ষতচিহ্ন দেখা যায়।

    ভুক্তভোগী আরো জানান, মারধরের একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন,।জ্ঞান ফিরলে দেখেন তিনি সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরে তার আত্মীয়-স্বজন উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান, এই ঘটনায় নোয়াখালীর চরজব্বর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

    Sponsered content