• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    আনোয়ারাই চুরি হওয়া গরু ও বাছুরের সন্ধান দিলে মিলবে পুরুষ্কার

      প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৩১:০২ প্রিন্ট সংস্করণ

    আনিছুর রহমান, স্টাফ রিপোর্টার

    চট্টগ্রাম আনোয়ারাই প্রতিদিনই ঘটে চলেছে চুরির ঘটনা, নিশ্ব হচ্ছে তরুন উদ্যাক্তা ও কৃষক কৃষানী। দ্বার কর্জ করে গড়ে তোলা ক্ষুদ্র আকারের মূসা ইউসুপ এর ফার্ম থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা বাজার মূল্যের ১৪ কেজি দুধের গরু ৬০ হাজার টাকা বাজার মূল্যের একই গরুর বাছুর মোট ৩ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের গরু চুরির অভিযোগ পাওয়া গেছে।

    গত ১৩ সেপ্টেম্বর ২৩ ইং দিবাগত রাত আনুমানিক ৩ টা ৩০ মিনিটের সময় উপজেলার বটতলা শাহ মোহছেন আউলিয়া মাঝরপাড়া ইউসুপ এর ফার্ম থেকে উক্ত চুরির ঘটনা ঘটে। নিজেদের বাড়ির পাশ্বর্বর্তী মূসা ও ইউসুপে’র ফার্মটিতে মোট ৫ টি বড় ২ টা বাছুর সহ ৭টি গরু ছিল। এরই মধ্যে থেকে মূসা’র ২ লক্ষ ৫০ হাজার টাকার বাজার মূল্যের দৈনিক ১৪ কেজি দুধ দেওয়া কালো রঙের দুধের গরু এবং ৬০ হাজার টাকা সমবাজার মূলের সাদা বিচিত্র রঙের বাছুরটি চুরি করে বলে তথ্য নিশ্চিত করেন মূসার খালত ভাই ফয়সাল।

    দেশের সুষম খাদ্যের চাহিদা মিঠাতে একই সাথে নিজেদের ব্যাকারর্ত্ব দূর করার লক্ষে দ্বার কর্জ করেই, মূসা ইউসুপ সন্ময়ে গড়ে তুলেন ক্ষুদ্র আকারের ফার্মটি সম্পর্কে ওরা দুইজনই চাচাতো জেঠত ভাই হন। অন্যান্য দিনের মত চুরি হওয়ার দিন রাতই

    ১২ টা ৩০ মিনিট এর সময় গরুগুলোকে ঘাস খাবার দেন মূসা, এর পর রাত ২টা ৫০ মিনিট সময় মূসা’র ঘুম ভেঙে গেলে এক নজর দেখতে যান ফার্মের গরু গুলোকে তখনই চুরি হওয়া গরু গুলো সহ ৭ টি গরুই ফার্মের মধ্যেই ছিল। সকাল বেলা গরুর গোয়াল ঘর পরিষ্কার করতে গেলে মূসা দেখেন তাদের ফার্মের মধ্যে থাকা ৭ টি গরুর মধ্যে ১ টি গরু ও ১ টি বাছুর নেই।ধারন করা হয় রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় গরু গুলো চুরি হয়েছে।
    চুরি হওয়া গরুগুলোর খোঁজ পেতে বিভিন্ন স্হানে খোঁজা খুঁজি করে স্হানীয় ইউপি চেয়ারম্যান”কে অবহিত করেন। স্হানীয় ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন স্হানে খোঁজ খবর নিচ্ছেন বলেও জানা গেছে।

    এই বিষয়ে তরুন এই উদ্যাক্তা মূসা ইউসুপ বলেন, তাদের ফার্ম থেকে চুরি হওয়া গরু গুলোর যথাসময়ে উদ্ধার করতে না পারলে দ্বার কর্জ পরিশোধ করতে বড় ধরনে সমস্যার সম্মুখীন হতে হবে। খোঁজ পেতে কোন হ্নদয়বান ব্যক্তি গরুগুলোর সন্ধান দিলে উনাদের উপযুক্ত পুরুষ্কার প্রদানের ঘোষনা ও দেন, এবং উদ্ধার তৎপরতার জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদয় দৃষ্টি কামনা করে আইন আইনুগ ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান। তরুন এই উদ্যোক্তা মূসা ও ইউসুফ 01814-881528-
    01835000686

    আরও খবর

    Sponsered content