• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    মানিকছড়িতে কৃষকরা পেল বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার

      এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি- ১০ এপ্রিল ২০২৩ , ১১:১৬:২৩ প্রিন্ট সংস্করণ

    পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পাঁচশত কৃষাণ-কৃষাণীর মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ১০ এপ্রিল-২০২৩ সোমবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকছড়ি কর্তৃক জেলার মানিকছড়ি উপজেলার পাঁচশত কৃষাণ-কৃষাণীর মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ

    করা হয়।

    আয়োজিত রাসায়নিক সার ও ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মো. হাসিনুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন।

    রাসায়নিক সার ও ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, মো. ইউনুস নুর ও মহিউদ্দিন আহমেদ, উপ-সহকারী কৃষি অফিসার, যথাক্রমে-উমা প্রসাদ বড়ুয়া, মোহসেনুল হক পাটোয়ারী, বেলায়েত হোসেন, পাপড়ী বড়ুয়া, অঞ্জন কুমার নাথ, এমরান উদ্দিন, জুয়েল মনি পাল ও অমূল্য কুমার দাশ প্রমুখ।

    উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবারের উচ্চ ফলন শীল আউশ প্রনোদনায় উপজেলায় সুবিধাভোগীর সংখ্যা ৫০০ জন। মানিকছড়ি উপজেলার ৪ ইউনিয়নে ১২৫ জন করে ৫০০ জনকে এই কৃষি উপকরণ প্রদান করা হয়। জন প্রতি ৫ কেজি ব্রি-৪৮ ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রদান কর হয়েছে।

    আরও খবর

    Sponsered content