• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    রাজশাহী ডিবি কর্তৃক ৫০০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার-১

      প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৩ , ১:৫৩:৪৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ শিবলী সাদিক রাজশাহী।

    রাজশাহী জেলা পুলিশের অভিযানে আজ ১৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. রাত ০৩:৫৫ টায় রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুড়িয়া গ্রাম হতে একজন মাদক ব্যবসায়ীকে ৫০০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
    গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: শহিদুল ইসলাম (৪৫)। অভিযুক্ত রাজশাহী জেলার বাঘা থানার পাকুড়িয়া গ্রামের মোঃ নুর জামালের পুত্র।
    ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স-সহ ১৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. রাত ০৩:৩০ টায় রাজশাহী জেলার বাঘা থানাধীন পানিকামড়া বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুড়িয়া গ্রামস্থ জনৈক মোঃ শহিদুল ইসলাম এর বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর ০১ (এক) জন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রি করছিলো।

    এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের এসআই (নিরস্ত্র) মো: নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স-সহ রাত ০৩:৪০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সকাল ০৩:৫৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে তার বসতবাড়ির প্রবেশ গেইটের পূর্বপার্শ্বে তিনটি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত সর্বমোট ৫০০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মো: শহিদুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
    প্রসঙ্গত উল্লেখ্য, অভিযুক্ত মো: শহিদুল ইসলাম একজন চিহ্নিত মাদককারবারি এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে রাজশাহী জেলার বাঘা থানায় ০৮ টি মামলা রুজু হয়েছে।

    আরও খবর

    Sponsered content