• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    ধর্মপাশায় অবৈধভাবে জলমহালে ঢুকে পাঁচ লক্ষাধিক টাকা মুল্যের মাছ লুটে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ

      প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৩ , ২:৩৭:৩২ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাখরপুর ও লক্ষণখলা গ্রামের সামনে থাকা কালনাকুড়ি জলমহালে অবৈধভাবে ঢুকে সেখান থেকে পাঁচ লক্ষাধিক টাকা মুল্যের বিভিন্ন জাতের মাছ লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫সেপ্টম্বর) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাখরপুর গ্রামের জেলে খোকন মনি (৪৫) ও সেবক মিয়ার (৩৫)সহ ১৬জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪০/৫০জনকে আসামি করে ওই জলমহালটির ইজারাদার মো. সবুর খান বাদী হয়ে শনিবার (১৬সেপ্টেম্বর) বিকেলে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির) কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।
    উপজেলা প্রশাসন,ধর্মপাশায় থানায় দেওয়া লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালনাকুড়ি জলমহালটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন। এই জলমহালটির আয়তন ৪৪ একর ৫৩শতক। ১৪২৭থেকে ১৪৩২বঙ্গাব্দ পর্যন্ত বাৎসরিক ৫লাখ ৬৪হাজার টাকা ইজারামুল্য পরিশোধ সাপেক্ষে এই জলমহালটি ইজারা পায় উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ী- বীর দক্ষিণ মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. সবুর খান। এই জলমহালটিতে লাখ লাখ টাকা খরচ করে দল,বাঁশ,কাটা ফেলে এবং দুটি ইঞ্জিন চালিত নৌকায় চারজন পাহারাদার নিয়োজিত করে ইজারাদার জলমহালটি রক্ষণাবেক্ষণ করে আসছেন। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাখরপুর গ্রামের বাসিন্দা জেলে খোকন মনি (৪৫) ও সেবক মিয়ার (৩৫) নেতৃত্ব ৭/৮টি ইঞ্জিনচালিত নৌকা যোগে দেশীয় অস্ত্র নিয়ে ৬০থেকে ৭০জন জেলে জালসহ ওই জলমহালটির ভেতরে অবৈধভাবে ঢুকে পড়েন। এ সময় ওই জলমহালে থাকা চারজন পাহারাদারকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে জলমহালটি থেকে বাঁশ,কাটা ,দল সরিয়ে দিয়ে সেখান থেকে বিভিন্ন জাতের পাঁচ লক্ষাধিক টাকার মাছ লুটে নিয়ে যান জেলেরা। এ সময় জলহালটির পাহারার জন্য ব্যবহৃত লক্ষাধিক টাকা মুল্যের একটি ইঞ্জিনচালিত নৌকাও সেখান থেকে তাঁরা জোরপূর্বক নিয়ে যান।
    উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাখরপুর গ্রামের বাসিন্দা জেলে খোকন মনি ও সেবক মিয়া বলেন, আমরা কালনাকুড়ি জলমহাল থেকে অবৈধভাবে মাছ লুট করিনি। নৌকাও নিয়ে যাইনি। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগটি মিথ্যা । একটি মহল আমাদেরকে জড়িয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য অপচেষ্ঠা চালিয়ে আসছে।
    উপজেলার মাইজবাড়ী-বীর দক্ষিণ মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও কালনাকুড়ি জলমহালটির ইজারাদার মো. সবুর খান বলেন, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাখরপুর গ্রামের বাসিন্দা জেলে খোকন মনি ও সেবক মিয়ার নেতৃত্বে ৬০/৭০জন জেলে দেশীয় অস্ত্র নিয়ে অবৈধভাবে আমাদের কালনাকুড়ি জলমহালে ঢুকে আমাদের নিয়োজিত পাহারাদারদেরকে প্রাণে মেরে ফেলার ভয়দেখিয়ে জলমহালটি থেকে জাল ফেলে বিভিন্ন জাতের পাঁচ লক্ষাধিক টাকা মাছ ও একটি ইঞ্জিন চালিত নৌকা লুট করে নিয়ে গেছে। এ নিয়ে আমরা থানার ওসি স্যারের কাছে লিখিত অভিযোগ করেছি।
    ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অভিযোগটি আমি পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content