• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বাংলাদেশ

    সত্যের পথে আমরা ”দৈনিক আলোর নিশান” এর এগিয়ে যাওয়ার গল্প

      প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৫০:১১ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক

    ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে মহাদেশে সাগর অতল। সেই পথের পথিক হয়ে আজ সকলের আস্থার প্রতীক ” @দৈনিক আলোর নিশান পত্রিকা ”

    সত্যের ও বিশ্বস্ততার পথে প্রতিদিন এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে মোট 100 জন প্রতিনিধি নিয়ে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে দেশের অন্যতম অনলাইন পত্রিকা দৈনিক আলোর নিশান ।
    জানা যায়, ২০২১ এর প্রথমদিকে মাত্র ৫জন সাংবাদিক নিয়ে কাজ শুরু করেছিলেন দৈনিক আলোর নিশান। বস্তু নিষ্ট সংবাদ ও ন্যায়ের পক্ষে থাকায় খুব দ্রুত দেশের প্রায় সংখ্যক পাঠকগণের মন কেড়ে নিয়েছে এই গণমাধ্যম। নাম ও কাজের দক্ষতায় বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় সততার সাথে কাজ করে যাচ্ছে এই টিমের সদস্যরা। দৈনিক আলোয় নিশান এর প্রকাশক ও সম্পাদক মো: রতন সরকার এর কাছে জানতে চাইলে তিনি জানান, নিজের শ্রম ও প্রতিটি প্রতিনিধি ভালোবাসাই আজ এই পর্যন্ত এসেছি। প্রথম অবস্থায় অনেক চক্রান্ত মহল ক্ষতি করতে চেয়েছিলো দৈনিক আলোর এর। কিন্তু এখুন আর কোন চক্রান্ত আমাদের কিছুই মনে হয় না। কারুন এখুন লক্ষ্য লক্ষ্য পাঠকগণের ভালোবাসা রয়েছে আমাদের। তিনি আরও জানান,
    সুনামের সাথে ও দেশের সাধারণ মানুষের কষ্টের কথা তুলে ধরা আমাদের মূল লক্ষ্য। আমরা দেশকে ভালোবাসি ও দেশের মানুষকে তাই দেশের সেবা করাটা আমাদের অনুপ্রেরণা দেয়। আমরা সর্বদা দেশের আইন মেনে চলার চেষ্টা করি কারণ আইনের উর্ধে কিছু নয়। আমাদের বর্তমান টাগের্ট দেশের মূল ধারার সাংবাদিকদের নিয়ে কাজ করা ও হলুদ সাংবাদিকদের প্রতিহত করা।

    আরও খবর

    Sponsered content