• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ধর্ম

    আবুল সরকারের মৃত্যুতে মমতাজের শোক

      প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ১২:৪২:১৩ প্রিন্ট সংস্করণ

    রিয়েল তন্ময় বিনোদন প্রতিনিধিঃ

    বাউল শিল্পী আবুল সরকার বয়াতি মারা গেছেন। দেশবরেণ্য এই বাউল শিল্পী বার্ধক্য ও অসুস্থতাজনিত কারনে গতকাল রোববার রাত সাড়ে দশটায় না ফেরার দেশে চলে যান। নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। বাংলাদেশ বাউল সমিতি ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বাউল শিল্পী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ আহমেদ বাঁধন তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন। গতকাল রাত সাড়ে ১২টায় স্থানীয় ফতুল্লা পাইলট স্কুল মাঠে আবুল সরকারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বাউলশিল্পী আবুল সরকার এর কণ্ঠে গাওয়া এক হাজারের অধিক পালা গানের অডিও সিডি ও ভিসিডি বের হয়েছে। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ বেতারের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন ও ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীর স্বীকৃতি পান ।

    আবুল সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম তার ফেসবুকে লিখেছেন, ‘খাজাবাবা খাজাবাবা মারহাবা মারহাবা’- চলে গেলেন এমন অসংখ্য জনপ্রিয় গানের লেখক এবং জনপ্রিয় বাউলশিল্পী বড় আবুল সরকার। তার আত্মার শান্তি কামনা করছি ।

    আরও খবর

    Sponsered content