• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চাকরি-বাকরি

    চৌকস ওসি শাহ্ কামাল আকন্দের দক্ষতায় ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ থানা কোতোয়ালি মডেল থানা

      প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ২:২১:৫০ প্রিন্ট সংস্করণ

    এনামুল হক ছোটন, ময়মনসিংহ

    ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ ওসি শাহ্ কামাল আকন্দের দৃঢ় দক্ষতা ও কর্মপরিকল্পনায় আবারও ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতলেন ময়মনসিংহ জেলা পুলিশের আওতাধীন কোতোয়ালি মডেল থানা পুলিশ। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সোমবার সাড়ে দশটার সময় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুলাই/ ২০২৩ মাসের অভিন্ন মানদণ্ডে ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা। এর আগেও জানুয়ারী/২০২৩ মাসে অভিন্ন মানদন্ডে ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ থানা হিসেবে পুরস্কার জিতেছিলো কোতোয়ালি মডেল থানা।
    গতকাল সোমবার কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ-কামাল আকন্দের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। রেঞ্জের শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জ( ওসি) হিসাবে থানার অফিসারদের পক্ষে রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য এর হাত থেকে শ্রেষ্ঠত্বের পদক বুঝে নেন ওসি শাহ কামাল আকন্দ।

    অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম (বার) সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণ রাখতে পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও বিভিন্ন অপরাধ চক্রের কার্যকলাপ সম্পর্কে সজাগ থাকা এবং অসাম্প্রদায়িকতার চেতনা ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন । এসময় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ,অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস্) , পিপিএম ,পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) প্রমুখ উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় আমি আমার থানা এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন দমনের জন্য চেষ্টা করে যাচ্ছি। এই পুরস্কার আমি সহ থানায় কর্মরত অফিসারগণের পরিশ্রমের ফসল। কাজের স্বীকৃতি স্বরুপ আমার থানাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মানুষের সেবা দিয়ে এভাবেই যেন পুরস্কার লাভ করতে পারি এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

    আরও খবর

    Sponsered content