• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চাকরি-বাকরি

    চৌকস অফিসার ইনচার্জ ফারুক হোসেনের দক্ষতায় ৬ মাসে ১৬৩ টি মামলার নিষ্পত্তি

      প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৪ , ৪:০১:৫৫ প্রিন্ট সংস্করণ

    এনামুল হক ছোটনঃ
    ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা’র নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, মাদকদ্রব্য সহ আসামি গ্রেফতার ও আইনশৃঙ্খলা রক্ষা, মামলার নিষ্পত্তি এবং দায়িত্ব পালনে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। জানা যায়, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ গত (জুলাই/২০২৩ হতে ডিসেম্বর/২০২৩ মাস পর্যন্ত) ৬ মাসেই চাঞ্চল্যকর কোতোয়ালীর রাকিব হত্যা ও মুক্তাগাছার আসাদ হত্যা সহ ০৬ টি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার (১৪জন) এবং ০১টি ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার (০৩জন), ০৬ টি চুরি মামলার রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতার (১১জন), ০১টি প্রতারণা মামলা উদঘাটন ও আসামী গ্রেফতার (০১জন), ০৩টি অপহরন মামলার ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতার (০৫জন), ০১টি পর্নোগ্রাফি মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার (১২জন), পুলিশ কনস্টেবল পদে চাকুরির প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া গ্রেফতার (০১জন), মানবতাবিরোধী অপরাধের ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার (০১জন)। উদ্ধারকৃত পরিমান/সংখ্যা ভিত্তিতে বাজার মূল্য অনুসারে হেরোইন ২৭৮ গ্রাম ২৭,৮০,০০০/- ইয়াবা ৮৩২৫ পিস ৪১,৬২,৫০০/-, গাঁজা ৫৩ কেজি ৬৫০ গ্রাম ১০,৭৩,০০০/-, ফেনসিডিল ২৩বোতল ২৬,০০০/-, বিদেশী মদ ৭৮ বোতল ২,২২,০০০/-, দেশী মদ ১৫০ লিটার ৪৫,০০০/-, ইনজেকশন ১৮৫ টি ৮৮,৫০০/-, শাড়ী ও লেহেঙ্গা ৯০০ পিস ও ৩০০ পিস ৩৪,১০,০০০/-, চিনি ২০০ বস্তা ১০,৯৫,০০০/-, কম্বল ১০০ টি ২,০০,০০০/-, চা পাতার গুড়া ১০০০ কেজি ৩,০০,০০০/-, স্বর্ণের চেইন ০৪টি ৮০,০০০/- মোবাইল ০৫টি ১,০০,০০০/-, মোটর সাইকলে ০৫টি ৬,২০,০০০/-, ০৪টি অটোরিক্সা ৪,০০,০০০/-, সিএনজি ০১টি ৪,০০,০০০/-, পিকআপ ০৩টি ৭,১০,০০০/-, ট্রাক ০২টি ২৭,০০,০০০/-, ভেকু গাড়ী ০১টি ২৬,০০,০০০/-, প্রাইভেটকার ০১টি, ২৫,০০,০০০/-, এছাড়াও নগদ ৪,৭৫,৪৫০/-, ৪,৭৫,৪৫০/-, টাকা সহ মোট মূল্য = ২,৩৯,৮৭,৪৫০/- টাকা। অন্যান্য ০১টি ওয়াকিটকি, ০১টি হ্যান্ডকাফ, ০২টি ডিবির কটি, ০৩টি মটর, ০৫টি কাটআউট, ১টি সিপিইউ, ৪টি ল্যাপটপ, ০১টি লোহার কাটার, ০১টি চাপাতি, ০২টি রাম দা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার নিয়মিত মামলার আসামী ২২৭ জন, ননএফআইআর প্রসিকিউশন ১৬১ জন, মোট আসামী গ্রেফতার ৩৮৮ জন। মামলা -উদ্ধার জনিত মামলা দায়ের ১১৬ টি, ননএফআইআর প্রসিকিউশন ৪৯ টি, মামলা নিষ্পত্তি করেছেন ১৬৩ টি। এ বিষয়ে ডিবি ওসি ফারুক হোসেন জানান, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা স্যার দিকনির্দেশনায় আমরা বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন সহ আসামি গ্রেফতার এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করে আসছি। আমি কৃতজ্ঞতা জানাই ডিবি পুলিশ এর সকলের প্রতি, তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করায় গত ছয়মাসে এই সাফল্য অর্জন করতে পেরেছি। সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content