• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজনীতি

    রাব্বানীতেই আস্থা তৃণমূল নেতাকর্মীদের

      প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ২:০৮:১৭ প্রিন্ট সংস্করণ

    সারোয়ার হোসেন,তানোর:

    উত্তরবঙ্গের মধ্যে আলোচিত সংসদীয় আসন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) উপজেলার বর্তমান রাজনৈতিক অবস্থা চরম পর্যায়ে উঠেছে। অনেকটাই মাঠ থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বর্তমান তানোর উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন। অন্যদিকে আওয়ামী লীগের সংগঠন নিয়ে দুই পক্ষের রশি টানাটানি। এতে করে আওয়ামী লীগের সংগঠন ভুঙ্গে উঠতে শুরু করেছে। এমনকি কেউ বলছেন ত্যাগী আবার কেউ বলছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শতবর্ষ পরিবার।

    ফলে, চরম দুটানায় পড়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মী সমর্থকরা। এই বিভাজন সৃষ্টি হয়েছে জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে বর্তমান ইউনিয়ন পর্যন্ত। পাশাপাশি বহিরাগত নেতাদের বেড়েছে আনাগোনা। দেখা যাচ্ছে, যে যার মতো আওয়ামী লীগের সংগঠন থেকে আলাদা হয়ে নিজ নিজ অনুসারীদের নিয়ে করছেন সভা সমাবেশ।ফলে, তানোর উপজেলা আওয়ামী লীগের রাজনীতি হাসি ঠাট্টার সংগঠন হিসেবে পরিনত হয়েছে।

    জানা গেছে, আলোচিত রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের বর্তমান তিন বারের সাংসদ ওমর ফারুক চৌধুরী। এবার সেই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে জোরেশোরে প্রচার প্রচারণা চালাচ্ছেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ত্রী আয়েশা সিদ্দিকা ডালিয়া। তাদের মধ্যে মাঠে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী।

    এমপি ওমর ফারুক চৌধুরী রাজনীতিতে আসার পর থেকে তার সাথে থেকে তানোর-গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সংগঠন পরিচালনা করে চাঙ্গা করেছেন গোলাম রাব্বানী। অথচ আজ আওয়ামী লীগের সুসংগঠিত শক্তিশালী সংগঠন ভেঙ্গে চুরমার করতে মরিয়া হয়ে উঠেছে এমপির কিছু কাছের বহিরাগত কুটুমরা। বিষয় গুলো নিয়ে উপজেলা আওয়ামী লীগের সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।

    আরও খবর

    Sponsered content