• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বাঙ্গালহালিয়াতে সনাতনী ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা সম্পন্ন

      প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ৮:৫৭:৫৬ প্রিন্ট সংস্করণ

    হারাধন কর্মকার রাজস্থলীঃ

    রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় সনাতন সম্প্রদায়ের বাঙ্গালহালিয়া সনাতনী ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে সর্বজনীন শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে ।
    গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৫ ঘটিকার সময় সাংস্কৃতিক ও নিত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সুচনা হয়। প্রতিবছরের মতো এই বছর ৩১শে ভাদ্র মাসে ১৮ সেপ্টেম্বর সোমবার বিশ্বকর্মা পূজার দিনে ভক্তরা বিশ্বকর্মা দেবের কৃপা লাভ করার আশায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে মধ্যে দিয়ে পূজাটি সম্পন্ন হয়। শ্রী শ্রী বিশ্বকর্মা হলেন কারিগরি দেবতা।অষ্টম বসু প্রভাস হলেন তাঁর পিতা ও মাতা হলেন বৃহস্পতির ভাগিণী,বরবণিনী।আবার ব্রক্ষবৈবত্ত ভগবত পুরাণে বর্ণিত তাঁর জম্ম ব্রহ্মার নাভি থেকে।পুরানে কাহিনীতে উল্লেখ করা আছে-তাঁর সৃষ্টি কার্যের কথা।ভগবত পুরাণের লেখা আছে- শ্রীকৃষ্ণের রাজ্য দ্বারক নির্মান করেছেন বিশ্বকর্মা।
    নয়ন চৌধুরী সঞ্চালনায় বিশ্বকর্মা পূজায় প্রধান ধর্মীয় আলোচক ছিলেন চট্রগ্রাম বাংলাদেশ বেতার শিল্পী ও বিশিষ্ট গীতা পাঠক অলক দেবনাথ।বিশেষ অতিথি ছিলেন বাঙ্গালহালিয়া ,৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবদুর রহমান, ইউপি সদস্যা বাপ্পী দেব,ইউপি সদস্য শিমুল দাস,সাংবাদিক মিন্টু কান্তি নাথ,পূজার সার্বিক দায়িত্বে ছিলেন উপদেষ্টা শ্যামল দাস,প্রিয়লাল দত্ত,হারাধন দাস, রুপন দত্ত, অমূল্য মহাজন,প্রশন্ত বণিক,টিটু,জয় কৃষ্ণ পূজাউদযাপন কমিটির সভাপতি অঞ্জন ঘোষ,সিনিয়রসহ সভাপতির টাংকু ধর,সহ সভাপতি রুবেল দাশ,সাধারণ সম্পাদক অর্জুন কর্মকার,সহ সাধারণ সম্পাদক রাজন ঘোষ,সহ সাধারণ সম্পাদক নান্টু ধর,অর্থ সম্পাদক হৃদয় কর্মকার, সহ অথ সম্পাদক রাহুল দাস,সাংগঠনিক সম্পাদক শয়ন দে,সহ সাংগঠনিক সম্পাদক ইমন নন্দী,প্রচার সম্পাদক সোরব মল্লিক,সহ প্রচার সম্পাদক অপু দেব নাথ,প্রধান স্বেচ্ছাসেবক টমাস তালুকদার,সহ স্বেচ্ছাসেবক প্রিয়ন্ত চৌধুরী,শান্তি দও,ভান্ডার রক্ষক সুজন ঘোষ সহ বাজারের সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content