• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে হাত নেই যুবকের

      প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ২:২০:০১ প্রিন্ট সংস্করণ

    বাগেরহাট জেলা প্রতিনিধিঃসৌরভ কুমার

    বাগেরহাটের মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে এক জনের হাত বিচ্ছিন্ন হওয়াসহ অন্তত ৫ জন আহত হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার জয়ডিহি হাট নামক হাড়িদাহ গ্রামে পানের আড়তে এ ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহতদের মোল্লাহাট, খুমেক ও ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    প্রত্যক্ষ দর্শী সুত্রে জানাযায়, মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের পূর্বপাড়ার আজাদ মিয়া ও জিকরুল মিয়ার পৃথক পৃথক পানের আড়ত রয়েছে হাড়িদাহ বাজারে। তাদের মধ্যে আড়তদারীসহ বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধও রয়েছে। ঘটনার দিন আজাদ মিয়ার আড়তের হালখাতা ছিল। উক্ত হালখাতা চলাকালে জনৈক ব্যাপারী’কে নিয়ে জিকরুল মিয়ার বাকবিতন্ডা হয় আজাদ মিয়ার আড়তের এক স্টাফের। এনিয়ে উভয় পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি এবং নিজ নিজ পক্ষের লোকজন মোবাইলে ডেকে জড়ো করা হয়। অতঃপর দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে পাপ্পু মিয়া (১৮) নামের এক যুবকের বাম হাত কবজি থেকে বিচ্ছিন্ন হওয়াসহ অন্তত ৫ জন আহত হয়।

    আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন, সজল মিয়া (২৫), মোঃ রবিউল মিয়া (২৫), রশিদ মিয়া (২৩), পাপ্পু মিয়া (১৮) ও সুমন খা (১৮)। আহতদের সকলের বাড়ি কাহালপুর পূর্ব পাড়া।

    এবিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, আহত পাপ্পু মিয়ার পিতা ও জিকরুল মিয়ার বড় ভাই মোঃ মিরাজ মিয়ার বাদীত্বে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

    আরও খবর

    Sponsered content