• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    সান্তাহার পৌরসভার উদ্যোগে স্থানীয় সরকার দিবস উদযাপন

      প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৩১:১৮ প্রিন্ট সংস্করণ

    সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

    বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার উদ্যোগে স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে।
    সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার এই স্লোগান নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে। পৌরসভার চত্বর থেকে সকল কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারী এবং উপস্থিত সেবা গ্রহণকারীদের নিয়ে শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে দিবসটি উপলক্ষে সান্তাহার পৌরসভার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে ও নির্বাহী প্রকৌশলী রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিলর মমতাজ আলী, হাবিবুল আলম, নজরুল ইসলাম, ওয়াহেদুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, হুমায়ুন কবির বাদশা, আব্দুল কুদ্দুস, কামরুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাছলিমা বেগম, মাহবুবা জামান রত্না, জাহানারা বেগম প্রমুখ।
    আলোচনা সভায় মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, স্থানীয় পর্যায়ে জনগনের বিভিন্ন পর্যায়ে আমরা আন্তরিক ভাবে সেবা দিয়ে আসছি এবং ভবিষ্যতে সেবার মান আরও উন্নতি করতে আমরা প্রতি নিয়ত কাজ করে যাচ্ছি।

    আরও খবর

    Sponsered content