• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    বর্তমান সরকার প্রতিবন্ধী ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করছেঃপ্রবাসী কল্যাণমন্ত্রী

      প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৩ , ৮:৫৬:৪৪ প্রিন্ট সংস্করণ

    নোমান আহমদ গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ-

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলছেন, সমাজে প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের মূলধারায় সম্পৃক্ত করে তাদের যথাযথ নেতৃত্ব গ্রহণের উপযোগী করার জন্য বর্তমান সরকার আন্তরিক ভাবে কাজ করছে। প্রতিবন্ধিতা নিয়ে কর্মরত উন্নয়ন সংগঠনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডে সহযোগিতা ও বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ প্রদানসহ প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করছে। মন্ত্রী বলেন, দেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। কেবল ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী, পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না।

    বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১২ টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবন মাঠে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কতৃক আয়োজিত প্রতিবন্ধী, অসহায় ও দুস্থ মানুষের পুনর্বাসন কার্যক্রমের আওতায় প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে গবাদিপশু ও টং দোকান বিতরণ কালে মন্ত্রী এসব কথা বলেন।

    এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আসলাম, গোয়াইনঘাট থানার ওসি কে.এম নজরুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু কাওছার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রত্যুল চন্দ্র সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইউনুছ আলী, মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হক, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফারুক আহমদ।
    এর আগে মন্ত্রী ইমরান আহমদ গোয়াইনঘাট অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর করেন এবং গোয়ানঘাট ইমরান আহমেদ বালিকা বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডি সভা এবং নিয়োগ বোর্ডে অংশগ্রহণ করে। দুপুরে মন্ত্রী গোয়াইনঘাট ছাত্র পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবে।

    আরও খবর

    Sponsered content