• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    কক্সবাজারের শীর্ষ ইয়াবা কারবারি মোহাম্মদ আলীকে শহরের কলাতলী এলাকা থেকে গ্রেফতার করেছেন র‍্যাব-১৫

      প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৪৩:১২ প্রিন্ট সংস্করণ

    কক্সবাজার জেলা প্রতিনিধি মো :হোসেন সুমন

    কক্সবাজারে মোহাম্মদ আলী (৪০) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। তিনি ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারের বিভিন্ন থানায় দায়েরকৃত মাদক, অস্ত্র, হত্যাচেষ্টাসহ কমপক্ষে ১৩ টি মামলার এজাহারভুক্ত আসামি। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ০৯:৩০ ঘটিকায় র‍্যাব ১৫ এর একটি চৌকস আভিযানিক দল জেলা শহরের কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

    র‍্যাব ১৫ এর একটি বিশেষ দল দীর্ঘদিন ধরে তার উপর গোয়েন্দা নজরদারি চালিয়ে অবশেষে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়। আটক মোহাম্মদ আলী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মৌলভীপাড়ার বাসিন্দা মৃত হাজী কালা মিয়ার পুত্র। গ্রেফতারকৃত ব্যক্তিকে গ্রেফতারি পরোয়ানামূলে আটক দেখিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য কক্সবাজারের টেকনাফ মডেল থানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

    শীর্ষ ইয়াবা ব্যবসায়ী সুচতুর মোহাম্মদ আলী নিজেকে রক্ষার জন্য ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি আত্মসমর্পণ করলেও পরবর্তীতে আবার মাদক ব্যবসায় জড়ান। এরই ধারাবাহিকতায় ২০২১ ও ২০২৩ সালে তার বিরুদ্ধে কক্সবাজার সদর ও টেকনাফ মডেল থানায় দুটি মাদক মামলা দায়ের হয়। এর পূর্বে ২০১৯ সালের জুন মাসে ইয়াবা ব্যবসায়ের মাধ্যমে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া টেকনাফের ৭৪ ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পদের অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডের ইন্টেলিজেন্স বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং ইন্টেলিজেন্স বিভাগের যে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়, তার মধ্যেও ছিল গ্রেফতারকৃত মোহাম্মদ আলীর নাম।

    আরও খবর

    Sponsered content