• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    লামা সাংবাদিক ফোরাম আলোচনা সভা

      প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৩ , ৩:২৫:৫৩ প্রিন্ট সংস্করণ

    ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

    পার্বত্য জেলার বান্দরবানের শান্তি, সম্প্রীতি উন্নয়ন ও অগ্রগতির জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসৈসিং এমপির বিকল্প নেই বলে জানান লামা সাংবাদিক ফোরাম আলোচনা সভা এসে পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম। শুক্রবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় লামা সাংবাদিক ফোরাম আলোচনা সভা তিনি বলেন, বান্দরবানে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, অবকাঠামোসহ ব্যাপক উন্নয়নে সাধিত করেছেন দল-মত নির্বিশেষে সকলের আস্থার ঠিকানা এবং মডেল বান্দরবান পার্বত্য এলাকা ও উন্নয়নের কারিগর বীর বাহাদুর।

    পার্বত্য বান্দরবানের উন্নয়ন ও জনগণের পাশে থাকার মতো বীর বাহাদুরের চেয়ে যোগ্য কোনো নেতা বা প্রার্থী নেই দাবি করে তিনি জানান, চাহিদার চেয়ে ব্যাপক উন্নয়নের কারণে বান্দরবানের জনসাধারণ ছয় বারের মত বীর বাহাদুরকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠিয়েছে। অভূতপূর্ব উন্নয়নের এই কারিগরকে সপ্তম বারের মতো বিপুল ভোটে আবারো সংসদে পাঠাতে চান সর্বস্তরের জনগণ।

    এসময় তিনি লামা পৌর এলাকাজুড়ে কল্পনাতীত ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে উপস্থিত সাংবাদিকদের সম্মুখে আলোচনা উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ লামাকে পর্যটক মুখি করার বিভিন্ন পরিকল্পনা শেয়ার করে বলেন, নির্বাচনী পোস্টারে যেমন লিখেছিলাম মূল্যবান ভোট দিয়ে নিঃস্বার্থ জনগণের সেবা করার সুযোগ দিন; তারই প্রেক্ষিতে সকল প্রতিকুলতা, ঘাত-প্রতিঘাত ও প্রতিবন্ধকতার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী বীর বাহাদুরের উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে প্রান্তিক পর্যায়ে তার একজন সক্রিয় কর্মী হিসেবে আমার নিরলসভাবে কাজ এবং সেবার প্রয়াস শতভাগ অব্যাহত আছে, থাকবে।

    লামা সাংবাদিক ফোরামের সভাপতি মো. ইউসুফ মজুমদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মিন্টু’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সি.সভাপতি মো. কামরুল হাসান টিপু। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. শাহ নেওয়াজ, ফরিদুল আলম বাবলু, আবুল হাশেম, জাহিদ হাসান, ইসমাইলুল করিম নিরব, মিজানুর রহমান, বিপ্লব দাশ, উজ্জ্বল বড়ুয়া, আব্দুল ওয়াহাব, অনুপম বড়ুয়া,উনুয়ই মার্মা রুহি সহ প্রমুখ।

    আরও খবর

    Sponsered content