• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সামাজিক মাধ্যম

    চুনারুঘাট অনলাইন প্রেস ক্লাবের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান

      প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৩ , ৮:৪০:৩৪ প্রিন্ট সংস্করণ

    নারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

    চুনারুঘাট অনলাইন প্রেস ক্লাবের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুনারুঘাট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি দৈনিক আমাদের সময় চুনারুঘাট প্রতিনিধি মহিদ আহমেদ চৌধুরী । অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুনারুঘাট পৌরসভার মেয়র মোহাম্মদ সাইফুল আলম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান তালুকদার, রানিগাও ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজি, অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, চুনারুঘাট প্রেস ক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটন, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম আজাদ,প্রভাষক আব্দুল করিম, সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন শায়েস্তাগঞ্জ আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন সহ আরো অনেকই । অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বক্তব্যে বলেন, অনলাইন সাংবাদিকরাই যেকোন ঘটনার খবর দ্রুত প্রকাশ করতে পারেন। এখন তথ্য পাওয়ার গুরুত্বপূর্ণ উৎস হয়ে ওঠে অনলাইন গণমাধ্যম। ধীরে ধীরে টেলিভিশন ও মুদ্রিত সংবাদমাধ্যমও অনলাইন ভার্সনের দিকে ঝুঁকতে বাধ্য হয়। তবে, অনলাইনে তাৎক্ষণিকভাবে সংবাদ বা তথ্য পাওয়ার সুযোগও যেমন সৃষ্টি হয়েছে, অপরদিকে ভুয়া তথ্য, অপতথ্য বা গুজব ছড়িয়ে পড়ার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। তথ্যের চাপে বস্তুনিষ্ঠতা ও নির্ভুলতা বজায় রেখে কাজ করতে চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দকে আহবান জানান। গত কয়েকবছর ধরে মূলধারা ও বিকল্পধারার সংবাদমাধ্যমগুলোর জন্য একটি বিশ্বাসযোগ্য তথ্য প্রবাহের সূত্র হিসেবে বিবেচিত হচ্ছে অনলাইন । সারাবিশ্বে একটি সম্মানজনক ও আলোচিত পেশা সাংবাদিকতা। সরকার সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করেছে এবং নানাভাবে আপনাদের পাশে আছে ও ভবিষ্যতেই থাকবে । পরে দ্বিতীয় অধিবেশনে কমিটির আত্নপ্রকাশ করা হয়। এতে সকলের সর্বসম্মতিক্রমে দৈনিক আমাদের সময় পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি মহিদ আহমদ চৌধুরীকে সভাপতি ও নয়াদিগন্ত প্রতিনিধি মো: মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক নাম উল্লেখ করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন, সিনি সহ সভাপতি জুনায়েদ আহমদ(ভোরের কাগজ) সহ সভাপতি ফজলুল হক তরফদার আবিদ (দৈনিক গনমুক্তি) সিনিয়র যুগ্ন সম্পাদক এডভোকেট মহিবুর রহমান জিতু( হবিগঞ্জের সংবাদ) যুগ্ম সম্পাদ মোঃ আলাউদ্দিন ( অর্থ নীতির কাগজ), সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আলম (আইটিভি),অর্থ সম্পাদক ফজল মিয়া তরফদার (প্রথম সংবাদ), প্রচার ও প্রকাশনা সন্পাদক সাজ্জাদুল ইসলাম রবিন (ঢাকা টাইমস), নির্বাহী সদস্য মোঃ নূর উদ্দিন সুমন (সমকাল), হুমায়ুন কবির চৌধুরী (প্রতিদিন বাংলাদেশ) মোঃ জসিম মিয়া (বিশ্ব মানচিত্র)।

    আরও খবর

    Sponsered content