• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    রাঙামাটিতে আ. লীগের তৃণমূল প্রতিনিধি সভায়,মাহবুব উল আলম হানিফ

      প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৩ , ৬:২০:০১ প্রিন্ট সংস্করণ

    হারাধন কর্মকার রাজস্থলী।

    রাঙামাটির আসনের জন্য দীপংকর তালুকদারের বিকল্প নেই মন্তব্য করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।২৪ শে সেপ্টেম্বর রবিবার রাঙামাটি জেলা আওয়ামীলীগের তৃণমূল আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তৃণমূল নেতাদের দাবির প্রেক্ষিতে মাহবুব উল আলম হানিফ আরো বলেন, আমি তৃণমূল নেতাদের বক্তব্য শুনে হতাশ হয়েছি। কারণ তাদের প্রত্যেকজনের বক্তব্যে তাঁরা দীপংকর তালুকদারের মনোনয়ন দেয়ার জন্য বারবার দাবি জানিয়েছে। তিনি বলেন, দীপংকর তালুকদারের নমিনেশন নিয়ে চিন্তার কিছু নেই। আমার নিজে নমিনেশন নিয়ে আমি শঙ্কায় থাকলেও উনার মনোনয়ন নিয়ে কোনও সন্দেহ নেই। রাঙামাটি আসনে দীপংকর তালুকদারের বিকল্প কেউ নেই। এমনকি দীপংকর তালুকদারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকেও কিছু বলতে শুনিনি। আমরা নিজেরাই দীপংকর তালুকদারকে নেতা মানি। তাই উনার মনোনয়ন নিয়ে আপনাদের যে দুশ্চিন্তা সেসব আজ থেকে ঝেড়ে ফেলুন। তৃণমূল নেতৃবৃন্দ বলেছেন, দীপংকর তালুকদারকে মনোনয়ন দিলে আপনারা আগের চেয়ে বেশি ভোট সংগ্রহ করবেন। আপনারা এখন থেকেই কাজ শুরু করুন। সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন হবে এবং সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। নির্বাচন বানচালে বিএনপির যে ষড়যন্ত্র সেটা কখনোই পূর্ণ হবে না।
    বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন বলেন, দীপংকর তালুকদার এই এলাকার মাটি ও মানুষের নেতা। এখনো তিন পার্বত্য জেলায় দীপংকর তালুকদারের ন্যায় এমন কোন নেতা সৃষ্টি হয়নি। তাঁর কোনও বিকল্প নেই। তিনি আগুনে পোড়া খাঁটি সোনায় গড়া। তাঁর মতো নেতা সবসময় আসে না। এই আসনে এমন কোনও নেতা সৃষ্টি হয়নি যে দীপংকর তালুকদারের মনোনয়ন শঙ্কায় ফেলতে পারে।
    তৃণমূল সম্মেলনে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খানম এমপি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সাবেক মেয়র হাবিবুর রহমান, মহিলা সভানেত্রী ও সাবেক সাংসদ ফিরোজা বেগম চিনু, কাউখালী উপজেলা পরিষদের শামসুরদোহা চৌধুরী, শহীদুজ্জামান মহসিন রোমান, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুছাইন চৌধুরী সহ জেলা পরিষদের সদস্য, জেলা ও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা রাখেন বক্তব্য রাখেন।

    আরও খবর

    Sponsered content