• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এর সাথে বান্দরবানে পর্যটন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়

      প্রতিনিধি ২ অক্টোবর ২০২৩ , ১:২৭:২৮ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    বান্দরবানে হোটেল, মোটেল,রিসোর্ট ও রেস্তরা মালিক সমিতি,পর্যটন ব্যাবসা সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০শে সেপ্টেম্বর সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন), এ এইচ এম গোলাম কিবরিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে কুলসুম এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৌকত শাহিন,পুলিশ সুপার টুরিস্ট পুলিশ বান্দরবান মনজুর মোরশেদ, স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, খোরশেদ আলম চৌধুরী,নির্বাহী ম্যাজিস্ট্রেট,জাকিয়া সরওয়ার লিমা,নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান।

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেল,মোটেল,রিসোর্ট সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম,মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম, রেস্তরা মালিক সমিতির সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন, ট্যুর অপারেটর গাইডের প্রতিনিধি সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যাবসায়ি প্রতিনিধি বৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন। এছাড়াও মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন ৬ টি উপজেলা নির্বাহী কর্মকর্তা গন।

    এসময় প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন), এ এইচ এম গোলাম কিবরিয়া বলেন,পার্বত্য বান্দরবান অপার সৌন্দর্য মন্ডিত পর্যটন সমৃদ্ধ একটি জেলা। সরকারি ভাবে সারাদেশে ১৪৯৮ টি পর্যটন স্পট চিহ্নিত করা হয়েছে এর মধ্যে ৫৩ টি ক্লাস্টার পর্যটন স্পট হিসেবে নির্বাচন করা হয়েছে। যার মধ্যে বান্দরবানের পর্যটন স্পট এর সংখ্যাই বেশি।বান্দরবানে এ পর্যন্ত ৬৪টি পর্যটন স্পটের মধ্যে ৩৪ টি এডভেঞ্চার ট্যুরিজম।

    তিনি বলেন বাহিরের পর্যটকদের প্রধান আকর্ষণই থাকে এই এডভেঞ্চার ট্যুরিজম নিয়ে,তাই পর্যটন কেন্দ্রের আশপাশের এলাকার পরিবেশ গত উন্নয়ন,হাটার রাস্তা সহ, ক্যাফেটেরিয়া নির্মাণ এবং আগত পর্যটকদের ভালো আবাসিক ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে তিনি পরামর্শ দেন। তিনি বলেন সরকার পার্বত্য বান্দরবানে পর্যটনের উন্নয়নে সংশ্লিষ্ট ২৬ টি উন্নয়ন প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন,যা যুক্ত হলে পর্যটন আরো আধুনিকতা ও দৃষ্টিনন্দন হবে। বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন বিগত কয়েক বছরে কেএনএফ সহ কয়েকটি বিষয়ে,আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কয়েকটি উপজেলায় পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা থাকায় পর্যটন ব্যাবসায় কিছুটা বাধা গ্রস্থ হয়েছে,তবে এখন রোয়াংছড়ি উপজেলা ছাড়া সব গুলো উপজেলায় নির্বিঘ্নে পর্যটক ভ্রমন করতে পারবে। বিগত বন্যায় জেলায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে তিনি বলেন। সকল সেক্টরে দুর্যোগকালীন সময়ে প্রণোদনার একটা ব্যাবস্থা থাকে।তাই দুর্যোগকালীন সময়ে যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যাবসায়ের সাথে জড়িত তাদের সরকার প্রনোদনা দিলে কাজে আরো অগ্রগতি আসবে।

    মতবিনিময় সভায় জেলার পর্যটন শীল্পের বিকেশে মতামত ব্যাক্ত করেন আগত পর্যটন সংশ্লিষ্ট ব্যাবসায়ি গন। এবং সকল প্রতিকূলতা কাটিয়ে জেলার পর্যটনের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন)।

    আরও খবর

    Sponsered content