• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    মহান ১৩ রবিউল আউয়াল ও ১৪ আশ্বিন  খোশরোজ শরিফ উপলক্ষ্যে পটিয়া সাতগাছিয়া দরবার শরিফে ৪ দিন ব্যাপী কর্মসূচী, ব্যাপক প্রস্তুতি গ্রহণ

      প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ১:০৮:৩৪ প্রিন্ট সংস্করণ

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

    পটিয়া সাতগাছিয়া দরবার শরিফ বড়মিঞা মঞ্জিলের পক্ষ থেকে আগামী ১৩ রবিউল আউয়াল জশনে মিলাদুন্নবী (সঃ) উদ্যাপন ও মহান ১৪ আশ্বিন  দরবারের বর্তমান সাজ্জাদানশীন আলহাজ্ব  শাহ্সুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ্ সুলতানপুরী (মাঃজিঃআঃ) এর ৬১ তম পবিত্র খোশরোজ শরিফ পালন উপলক্ষ্যে গতকাল সোমবার এক প্রস্তুতি সভা কমল মুন্সির হাটে এসএম  কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরী (মাঃজিঃআঃ)। আঞ্জুমান এ আশেকানে গাউসুল সুলতানপুরী চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি

    আলহাজ্ব নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মোঃ ফারুকের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ আহম্মদ আলকাদেরী, সুফি ফজল আহম্মদ সওদাগর, আবদুল খালেক চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, ডাঃ মোঃ হোসেন, সরোয়ার উদ্দিন, কানুন উদ্দিন, হারুনুর রশিদ, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, সাকিব উদ্দিন, জহিরুল ইসলাম জিসান, মঈন উদ্দিন, শহিদুল ইসলাম, নেয়ামত উল্লাহ্ ও রানা প্রমূখ। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ রবিউল আউয়াল ২৯ সেপ্টেম্বর জুমাবার বড়মিঞা হযরত ও শাহাজাদা হযরতের নেতৃত্বে জশনে জুলুশ ঈদে মিলাদুন্নবী (সঃ) র‌্যালী পটিয়া উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে পটিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতগাছিয়া দরবার শরিফ বড়মিঞা মঞ্জিলে গিয়ে সমাপ্ত হবে। এছাড়া মহান ১৪ আশ্বিন

    ২৯ সেপ্টেম্বর বড়মিঞা হযরতের ৬১ তম খোশরোজ শরিফ উপলক্ষ্যে ৪ দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আগামীকাল ২৭ সেপ্টেম্বর বুধবার  দরবারে বড়মিঞা মঞ্জিল প্রাঙ্গনে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চক্ষু শিবির, মেডিসিন, গাইনী, শিশু, দন্ত চিকিৎসা সেবা ও ফ্রি খৎনা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর খতমে কোরআন, মিলাদ মাহফিল, সেমা-জিকির ও মওলা সুলতানপুরী (ক.) ছাত্র যুব পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে। ১৪ আশ্বিন ২৯ সেপ্টেম্বর জুমাবার খোশরোজ শরিফ উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, মিলাদ মাহফিল, সেমা-জিকির ও সবশেষে আখেরী মোনাজাত ও তবারুক বিতরনের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত হবে আয়োজক সুএে জানা যায়। । এতে ছদারত ও মোনাজাত পরিচালনা করবেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরী (মাঃজিঃআঃ)। আঞ্জুমানে আশেকানে গাউসে সুলতানপুরী কেন্দ্রীয় পরিষদ, সুফি দর্শন গবেষণা পরিষদ ও মওলা সুলতানপুরী (ক.) ছাত্র পরিষদের পক্ষ থেকে উক্ত কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।

    আরও খবর

    Sponsered content