• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ধানের মাজরা পোকা দমনে বাঙ্গালহালিয়াতে সচেতনতা মূলক প্রচারনা

      প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৩ , ১:৫২:৪২ প্রিন্ট সংস্করণ

    মিন্টু কান্তি নাথ, রাজস্থলী প্রতিনিধিঃ

    রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গলহালীয়া ইউনিয়নয়নে বাঙ্গালহালিয়া বাজারে আজ ১০শে অক্টোবর রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় মাইকিং এ প্রচার-প্রচারণা করে কৃষক ভাইদের সচেতন করেন। ধানে বাদামী গাছ ফড়িং,সাদা পিট গাছ ফড়িং, ব্লাষ্ট ও লালচে রোগ আসতে পারে। তাই ব্লাস্ট রেগ দমনে, ট্রুপার, নাটিভো।পাতা মোড়ানো পোকা দমনে ডারসভার, নাইট্রো, লাল রোগ দমনে ব্যাকট্রোল,ব্যাকট্রো বান,বাদামে গাছ ফড়িং-সাদা পিট গাছ ফড়িং দমনে প্লে নাম,নাইট্রো,তড়িত,কাটার্ব।মাঝরা পোকা দমনে ভিরতাকো, নাইট্রো,খোল পোড়া রোগ দমনে, এমিস্টর টপ, কন্টাফ, উপরে উল্লেখিত ঔষধ আক্রান্ত জমিতে প্রয়োগ করলে দ্রুত রোগ ও পোকা দমন করা যাবে প্রচার করেন।
    উক্ত প্রচারনায় অংশ গ্রহন করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা শেখর চৌধুরী,উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা কাজল নাথ।

    আরও খবর

    Sponsered content