• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে জশনে জুলুসে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ)-২০২৩ উদযাপন

      প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৩ , ১২:০০:০২ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    পবিত্র জসনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ)- ২০২৩ উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সার্বিক ব্যাবস্থাপনায় এবং ইসলামিক যুবসেনা ও ছাত্রসেনা’র সতেজপূর্ত অংশ গ্রহণে ১২রবিউল আউওয়াল,২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য আয়োজনে এক বিশাল র‍্যালি ও র‍্যালি পরবর্তী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার বিভিন্ন উপজেলা হতে নবী প্রেমিদের মিলন মেলায় পরিনত হয় জেলার কেন্দ্রীয় ঈদগা মাঠ, সদর উপজেলা রাজবিলা, কুহালং চেমিমুখ, বটথলী, সুয়ালকের কাইচতলী তুলাতলী বাজার,গোয়ালিয়াখোলা,রেইছা,বালাঘাটা- কালাঘাটা হতে দলে দলে নারায়ে তাকবির-আল্লাহু আকবার স্লোগানে সহকারে হাজারো জনসাধারণ জড়ো হয় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।

    পরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণ হতে হাজারো আশেকে রাসূলগন নবী প্রেমি উম্মতগণ জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(দ:) র‍্যালীতে অংশ গ্রহণ করে।
    জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(দ:)বিশ্ব মানবতার মুক্তি দূত,দো-জাহানের বাদশা, রহমাতুল্লিল আলামিন হযরত মোহাম্মদ (দ:) এ ধরায় আগমন করেছেন আজকের এই দিনে ১২-ই রবিউল ৫৭০ খ্রিস্টাব্দে। উনার আগমনে মানবতা কঠিন শিকল থেকে মুক্তি পেয়েছিলো, জাহেলিয়তের যুগের অবসান হয়েছিলো। অন্ধকার দূর হয়েছিলো। কূল-কায়েনাত, আল্লাহর সৃষ্টিজগত ঐদিন খুশিতে আত্মহারা হয়েছিলো, রহমাতুল্লিল আলামীন(দ.) কে দরুদ-সালাম পেশ করে বরণ করে নিয়েছিলো। এরই ধারাবাহিকতায় এই দিনটা শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত নয়,আল্লাহর সৃষ্টিজগতের জন্য রহমত। দিনটা অবশ্যই অবশ্যইস্বরণীয়-বরণীয়,উদযাপনের দিন,আনন্দের দিন,তাই গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে বিশাল জশনে জুলুস (আনন্দ মিছিল) বের হয়ে নাতে রাসুল(দ.), তাকবির (স্লোগান) এর মাধ্যমে বান্দরবানের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভাস্থ খানকাহ-এ কাদেরিয়ার তৈয়বিয়া অডিটোরিয়ামে এসে সমাপ্ত হয়, এরপর ইসলামিক নাত জলসার পর মিলাদ কিয়াম-দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুর রহিম চৌধুরী, প্রধান উপদেষ্টা,গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান পার্বত্য জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক বাহাদুর,উপদেষ্টা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন একে এম জাহাঙ্গীর,সদর উপজেলা চেয়ারম্যান।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নিজামউদ্দীন চিশতী। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আবদুল করিম, ডিআইও-১অতিথি সৈয়দ শহীদুল ইসলাম, ওসি,সদর থানা বান্দরবান। অতিথি বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন উপ পরিচালক মোঃ সেলিম উদ্দিন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম,অতিথি জুলফিকার আলি জুলু,অতিথি হারুনুর রশীদ,বিশেষ বক্তাঃ ফয়জুল্লাহ কাদেরী, বিশেষ বক্তাঃ জেলা পরিষদ রেস্ট হাউস জামে মসজিদ খতিব মুস্তাফিজুর রহমান কাদেরী,অতিথি মুহাম্মদ ইসহাক,অনুষ্টান আহ্বায়কঃ ওমর ফারুক কমিশনার,সদস্য সচিবঃ তমিজ উদ্দিন চৌধুরী,সদস্য সচিবঃ সৈয়দ নুর,সঞ্চালনায়ঃ মাওলানা আবু তালেব মঈনী,সভাপতিত্ব করেনঃ আসহাব উদ্দিন চৌধুরী, সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান পার্বত্য জেলা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ব্যাক্তিত্ব মোহাম্মদ আলী, বান্দরবান সদর উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি মাওলানা মোঃ আজিজুর রহমান, বান্দরবান সদর উপজেলা গাউছিয়া কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আমিনুল হক, বটতলীর গাউছিয়া কমিটি’র নেতা এমদাদুল হক বাহাদুর, যুবসেনার নাজির হোসেন, কমিটির মোঃ হাসেম, মোঃ হাসান, মো: নাসির, মোঃ দিদার,মোঃ নুর হোসে, ছাত্রসেনার মো: হোসেন, মো: সায়েম উদ্দীন,মোঃ রহিম, জাহাঙ্গীর মাস্টার সহ অন্যান্য নেত্রীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content