• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    নাটোরে ভোক্তা অধিকারের অভিযানের সময় চড়াও হাসপাতাল কর্তৃপক্ষ

      প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ১:৫৪:২৫ প্রিন্ট সংস্করণ

    ওমর ফারুক খান , নাটোর প্রতিনিধিঃ

    নাটোরের বড়াইগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানের সময় অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও সাংবাদিকদের উপর চড়াও হয়েছেন এক বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার দুপুর একটার দিকে বনপাড়া আল আরাফাত হাসপাতালে এই ঘটনা ঘটে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, নিয়মিত বাজার তদারকি অভিযানের অংশ হিসাবে বনপাড়া বাজারের চারটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে অনুভব হাসপাতালের মালিক ডাঃ ওসমান গণিকে চার হাজার টাকা জরিমানা করা হয়। পরে আল আরাফাত হাসপাতালের ষ্টোর রুমে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ইনজেকটেবল ঔষধ পাওয়া যায়। যা যে কোন রোগীর শরীর প্রয়োগ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এ কারণে তাদের ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় হাসপাতালের মালিক ডাঃ আখের আলির ছেলে ফয়সাল আহমেদ হিমেল অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও সাংবাদিকদের উপর চড়াও হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

    আরও খবর

    Sponsered content