• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    হত্যা মামলার আসামির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী-ভুক্তভোগী পরিবারের পাশে নারী নেত্রী কাবেরী

      প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৪১:৪৮ প্রিন্ট সংস্করণ

    প্রেস বিজ্ঞপ্তি

    রামু উপজেলা রশিদনগর ইউনিয়নে মোয়াজ্জেম মোর্শেদ নামের এক হত্যা মামলার আসামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে প্রভাব বিস্তার করে প্রতিনিয়ত তার হয়রানির শিকার হচ্ছেন স্থানীয়রা।
    সম্প্রীতি রশিদনগর ইউনিয়নের উত্তর কাহাতিয়া পাড়া এলাকায় তাসলিমা নুর শিউলি নামে এক নারীর উপর এলোপাতাড়ি হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে হামলায় মা, মেয়ে, ছেলে শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছে। এ নিয়ে ভুক্তভোগী পরিবার রামু থানায় মামলা করতে ব্যর্থ হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত রামুতে একটি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্নাযুল-২ একটি মামলা দায়ের করে।
    স্থানীয় হামিদ মাষ্টার বলেন, মোয়াজ্জেম এলাকায় ভূমিদস্যুতা, মিথ্যা মামলায় জড়িয়ে এলাকার মানুষকে সর্বশান্ত করেছে। তার অপরাধের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে হামলা ও মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করছেন তিনি।
    এদিকে শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে ভুক্তভোগী পরিবারের খোঁজ নিতে এলাকায় ছুটে যান জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার-০৩ আসনের মনোনয়ন প্রার্থী নারী নেত্রী অসহায় মানুষের আস্থার ঠিকানা নাজনীন সরওয়ার কাবেরী।

    এসময় কাবেরী বলেন, মোয়াজ্জেম মোর্শেদ চট্টগ্রাম কলেজে অধ্যয়নকালে ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত ছিল। তখন সে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করতো। কাবেরি বলেন, হত্যা মামলাসহ জামাত-শিবিরের অপকর্মগুলো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে আওয়ামী লীগের রাজনীতির অভিনয় করছে। সে আওয়ামী লীগের কোন পদ-পদবিতে নেই। এলাকার অসংখ্য মানুষ তার অত্যাচারের বিরুদ্ধে আমাকে জানিয়েছে। আমি মোয়াজ্জেম মোর্শেদের শাস্তি দাবি করছি।
    হামলার শিকার হওয়া নারীর ভাই জুনায়েদ বলেন, মোয়াজ্জেম উত্তর কাহাতিয়া পাড়ার নজির আহম্মদ হত্যা মামলার আসামী। রাজনৈতিক প্রভাব দেখিয়ে এলাকার সাধারণ মানুষকে অত্যাচারে অতিষ্ঠ করে তুলেছে। আমি তার গ্রেফতার চাই। ভুক্তভোগীরা আরো জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এ মামলা করা হলে বিজ্ঞ বিচারক উক্ত মামলা রামু থানায় রুজু করতে আদেশ দেন। এদিকে উক্ত মামলা রামু থানায় রুজু করা হলেও আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

    এ ব্যাপারে উক্ত থানার এস আই অসীমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মামলাটি তদন্তাধীন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

    Sponsered content