• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    নানা আয়োজনে বান্দরবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন

      প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ২:৫৪:৪০ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর তোমাদের মধ্য থেকেই সৃষ্টি হবে।তাই নিজেদেরকে সেই ভাবে করে গড়ে তুলতে হবে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা আওয়ামীলীগের অনুষ্ঠানে এ কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

    কালাঘাটা সরকারি শিশু পরিবার কেন্দ্রে অনাথ শিশুদের সাথে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন অনুষ্ঠানের সূচনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর।
    পরে শিশু পরিবারের ছাত্ররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গান ও নৃত্য পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বান্দরবান জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আমজাদ হোসেন,পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, অরুপ রতন সিংহ,কালাঘাটা শিশু পরিবারের সহকারী পরিচালক আব্দুর রহিম ত্রিপুরা,বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সত্যহা পাঞ্জি ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাস।
    এছাড়াও অনুষ্ঠানে বান্দরবান জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content