• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    রাজশাহী বাগমারায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

      প্রতিনিধি ১০ জুলাই ২০২৩ , ৩:০০:৪৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ শিবলী সাদিক রাজশাহী ব্যুরো

    রাজশাহীর বাগমারায় সোমবার বিকালে ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ মাদক সেবী ও ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও তাৎক্ষনিক অর্থদন্ড দেয়া হয়েছে।
    এরা হলেন, উপজেলার মাধাইমুড়ির গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে মোস্তফা কামাল (৩২), খেদ্দকৌড় গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ (২৫), বইকুরি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে আতিক হাসান (১৯), শাহজাহান আলীর ছেলে সেলিম রেজা (৩০), ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর মহল্লার সমসের আলীর ছেলে বাচ্চু সরকার (৩৫), ও একই মহল্লারমেহের আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪২) মৃত সমসের আলীর ছেলে বালু সরদার (৪০)।
    এলাকাবাসী ও আদালত সূত্রে জানা গেছে, এলাকার চিহ্নিত কতিপয় মাদক ব্যবসায়ী প্রতিনিয়ত এলাকায় মাদক সেবন ও কারবারীর কাজ করে থাকে। এমন অভিযোগে গতকাল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর একটি দল অভিযান চালায়।
    দলটি অভিযানকালে গাঁজাসহ ৭ জনকে পৃথক পৃথক স্থানে আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের সম্মুখীন করা হলে তারা নিজেদের অপরাধ স্বীকার করে। ভ্রাম্যমান আদালতে অপরাধ ও অবৈধ মাল রাখার দায়ে অপরাধীদেরকে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা লংঘনের অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে একশত টাকা করে অর্থ দন্ড দেয়া হয়।
    ভ্রাম্যমান আদালতে ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর পরিদর্শক সাইফুল ইসলামসহ ওই বাহিনীর সদস্যবৃন্দ।

    আরও খবর

    Sponsered content