• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    পটিয়া থানার ওসি ও  এসআইয়ের জোরালো ভুমিকায় ক্ষয়ক্ষতির পরিমান কমলো

      প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৩ , ২:৫২:৫৯ প্রিন্ট সংস্করণ

    পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:-

    ২৭/০৪/২০২৩খ্রি: রাত্র অনুমান ০৩:২০ ঘটিকার সময় পটিয়া থানাধীন ৭ নং জিরি ইউনিয়ন এর ,৫ নং ওয়ার্ডস্থ বলির বাড়ির অর্ন্তগত  জনৈক বাদশার বাড়িতে বৈদ্যুতিক গোলযোগ এর কারনে আগুন লাগে বলে জানা যায় । উক্ত আগুন লাগার সংবাদের প্রেক্ষিতে পটিয়া থানার অফিসার ইনচার্জ জনাব প্রিটন সরকার  এর নির্দেশে অত্র থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল-১০ ডিউটিতে থাকা এসআই(নিঃ) আবু সায়েম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে দ্রুত পৌছে যান এবং আশপাশের বাড়িতে যেনো আগুন ছড়িয়ে না পড়ে ও মানুষ, গৃহপালিত পশু সরিয়ে ফেলতে এলাকার লোকজনদের নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারপর পরই পটিয়া থানার অফিসার ইনচার্জ  সঙ্গীয় অফিসার এসআই সঞ্জয়, ফোর্স ও এলাকাবাসী নিয়ে আগুন নিয়ন্ত্রনে জোরালো ভূমিকা পালন করেন। যা এলাকার ও আশপাশের বাড়িতে সকলেই বারবার উল্লেখ করেন যে  ওসি স্যার ও এসআই আবু সায়েম স্যার না থাকলে ক্ষয়ক্ষতি বাড়তো। চট্টগ্রাম জেলা পুলিশের এহেন কার্যক্রম অত্র এলাকায় বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এসআই আবু সায়েম এর কারণে আগুন অন্যবাড়িতে ছড়াতে পারেনি এবং জানমালের ক্ষয়ক্ষতি খুব কম হয়েছে বলে এলাকার লোকজন জানায়। এলাকার লোকজনের মুখে মুখে এখন  ওসি ও  এসআই আবু সায়েম এর নাম। পটিয়া থানার অফিসার ইনচার্জ ও টিমসহ,ফায়ার সার্ভিস/ ও স্থানীয় লোকজনের সহায়তায়  ০৪:৩০ ঘটিকার সময় আগুন নিয়ন্ত্রণে আসে।  উল্লেখ্য যে, সম্মানিত পুলিশ সুপার জনাব এস. এম. শফিউল্লাহ বিপিএম মহোদয়  অত্র চট্টগ্রাম জেলায় যোগদান করার পরপরই জেলার সকল অফিসার ফোর্সদের যেকোন ঘটনায় তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবস্থা নেওয়ার জন্য  নির্দেশনা প্রদান করিয়াছেন। পুলিশ সুপার মহোদয় উক্ত আগুন লাগার ঘটনাটি রাত জেগে তদারকি করেন এবং অফিসার ফোর্সদের দিক-নির্দেশনা প্রদান করেন।

     

    আরও খবর

    Sponsered content