• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নে তৃতীয় ধাপে কার্ড মোতাবেক টিসিবির পণ্য বিক্রি

      প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ১:৩০:৩৭ প্রিন্ট সংস্করণ

    বাবলু আচার্য মৌলভীবাজার প্রতিনিধিঃ

    শ্রীমঙ্গল উপজেলার ৩নং সদর ইউনিয়নে টিসিবির পণ্য সামগ্রী ৪৭০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। আজ ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি করা হয়। পণ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল,২কেজি ডাল ২ লিটার সোয়াবিন তেল। কার্ডধারি উপকারভোগিরা ৪৭০ টাকা প্যাকেজে এসব পন্য বিক্রি করা হয়।

    ৩নং সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ৭নং ওয়ার্ডে মেম্বার মোঃ মহসীন আহমেদ ২০৪জন, ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ নুরুল আমিন ২০৪জন,দুই ওয়ার্ডে সর্বমোট ৪০৮জন পরিবারকে টিসিবির আওতায় পণ্য বিক্রয় করেন। এছাড়া ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার বেগম রিনা আক্তার ৩টি ওয়ার্ডে ২২৩ জন পরিবারকে এসব নিত্যপণ্য নির্ধারিত মূল্যে বিক্রয় তদারকি করেন।

    এসময় প্যানেল চেয়ারম্যান মহসীন আহমেদ বলেন, সদর ইউনিয়নে মোট ২হাজার ৫শো ৫৭ জন পরিবারকে এ টিসিবির পণ্য দেওয়া হচ্ছে। এর মধ্যে সদর ইউনিয়নের ৭,৮ ও নং ওয়ার্ডে ২০৪ টি পরিবারকে টিসিবির পণ্য ৪৭০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্তদের কথা মাথায় রেখে এ টিসিবি’র পণ্য বিক্রয় ব্যবস্থা চালু করেছেন। এছাড়াও তিনি বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবাভাতা, মাতৃকালীন ভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতা, ভিজিটি, ভিজিএফ, মুক্তিযোদ্ধা ভাতা, গৃহহীন মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ২শতক জায়গার গৃহ প্রদান করে তাদের পাশে দাঁড়াচ্ছেন। তিনি দেশে দারিদ্র্য মুক্ত করাই মূল লক্ষ্য নিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

    মহসীন আহমেদ আরো বলেন, আমি বিশ্বাস করি একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’ই পারেন এমন দূরদর্শী সিদ্ধান্ত নিতে। বর্তমান সরকার আবারো ক্ষমতায় আসলে আমরা আরোও সাহায্য সহযোগিতা পাবো। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে বাংলাদেশ আওয়ামীলীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

    আরও খবর

    Sponsered content