• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ভারতীয় চিনি জব্দ

      প্রতিনিধি ১ অক্টোবর ২০২৩ , ১০:৫৫:৪২ প্রিন্ট সংস্করণ

    নোমান আহমদ গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ-

    ভারত থেকে অবৈধ পথে আমদানি করে মজুদরত অবস্থায় ৭ হাজার ১শত কেজি (১৪২ বস্তা) চিনি জব্দ করেছে গোয়াইরঘাটে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে গোয়াইনঘাট থানার এসআই পিন্টু সরকার উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে পান্তুমাই গ্রামের বরকত উল্লাহর বাড়ির উঠানে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখা অবস্থায় ৫০ কেজি ওজনের ১৪২ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় এজাহার দায়ের করেন।
    ভারতীয় চিনি জব্দের বিষয়টি নিশ্চিত করে, গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল বলেন, সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া সীমান্তে চোরাচালান রোধ, চোরাচালানের ও চোরাচালানের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

    আরও খবর

    Sponsered content