• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের কমী সম্মেলন, দেশীয় ও আন্তজার্তিক অথনৈতিক সামরিক নিরাপত্তা ষড়যন্ত্রের উপর জ্ঞান রাখতে হবে- হোসাইন মোহাম্মদ সেলিম

      প্রতিনিধি ১ অক্টোবর ২০২৩ , ১:১৬:০০ প্রিন্ট সংস্করণ

    মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

    চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদ এর কমী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার সকাল সাড়ে১০ টায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে অনুষ্ঠিত এ সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা হেযবুত তওহীদের সভাপতি মো জসেব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোসাইন মোহাম্মদ সেলিম , এমাম হেযবুত তওহীদ,
    । বিশেষ অতিথি হিসাবে ছিলেন মো মোতালিব খান,বিভাগীয় আমির ,খুলনা -২ সুলতানা রাজিয়া কনিকা আপন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ,মো সাহারুল ইসলাম কেন্দ্রীয় সমন্বয়কারী ,মো নিজাম উদ্দিন চট্টগ্রাম বিভাগীয় আমীর। উদ্বোধনী বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল গাফফার সাধারণ সম্পাদক হেযবুত তওহীদ চুয়াডাঙ্গা। প্রধান অতিথি হোসাইন মোহাম্মদ সেলিম, এমাম উপস্থিত কমীদের উদ্দেশ্যে বলেন বতমান প্রেক্ষাপটে সকল কমী ও সমথকদের দেশীয় ও আন্তজার্তিক অথনৈতিক সামরিক নিরাপত্তা ষড়যন্ত্রের উপর জ্ঞান রাখতে হবে। কমীদেরকে বলেন আপনারই আগামীর বিশ্ব কে লীড দিবে। সারা দুনিয়াকে লীড দিতে হলে আপনাদের তওহীদ এর উপর শীষাঢালা পাচীরের মতন ঐক্যবদ্ধ হতে হবে। আল কুরআনে আছে আল্লাহর আনুগত্য কর রসূলের আনুগত্য কর ও আমীরের আনুগত্য কর। হেযবুত তওহীদ এর সকল কমীদের উদ্দেশ্যে এমাম বলেন তোমাদের নিজেদের চরিত্র ভালো করতে হবে, নিজের চরিত্র ভালো না হলে তওহীদ এর বানী প্রচারের ক্ষেত্রে চরম প্রতিবন্ধকতার মুখে পড়বে। তাই আপনাদের কে মিথ্যা ,দুনীতি, সুদ ঘুষ,যুলুম থেকে দূরে থাকতে হবে এবং সাথে সাথে আল্লাহর ইবাদত নামাজসহ সকল ইবাদত নিয়মিত পালন করবে। আপনারা যদি আল্লাহর দীন প্রতিষ্ঠার সংগ্রাম না করেন তাহলে আল্লাহ আপনাদের দুনিয়া তে অন্য জাতীর গোলামে পরিনত করবে আর পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা করবে। সবশেষ এমাম বলেন চুয়াডাঙ্গার মানুষ সংস্কৃতি মনা এখানে ধর্মব্যবসায়ীদের কুপমন্ডুকতা নেই চুয়াডাঙ্গার মানুষের মন খুবই সুন্দর । চুয়াডাঙ্গার মানুষের কাছে আমি দোয়া চাই আমার জন্য আমার পরিবারের জন্য এবং সকলের অসুস্থ্য কামনা করে মুনাজাত শেষে অনুষ্ঠান শেষ করেন।

    আরও খবর

    Sponsered content