• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ধর্মপাশায় হাওরের ফসলরক্ষা বাঁধে উপজেলা প্রশাসনের অভিযান,চারটি নিষিদ্ধ ভিম জাল জব্দ

      প্রতিনিধি ১ অক্টোবর ২০২৩ , ২:০৩:৪৭ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সোনামড়ল, জয়ধনা ও চন্দ্র সোনার থাল হাওরের ফসলরক্ষা বাঁধের আটটি প্রকল্প স্থান এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে চারটি নিষিদ্ধ ভিম জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মাছ শিকারের উদ্দ্যেশ্যে দেড় মাস আগে রাতের আঁধারে এই তিনটি হাওরের ফসলরক্ষা বাঁধের আটটি স্থানের ৮থেকে ১০ফুট স্থান কেটে দেওয়া হয়। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে স্থানীয় প্রভাবশালীদের ছত্র ছায়ায় জেলেরা বাঁধের কাটা স্থানে নিষিদ্ধ ভিম জাল পেতে অবৈধভাবে মাছ শিকার করে আসছিলেন। ভ্রাম্যমান আদালতের অভিযান টের পেয়ে মাছ শিকারের কাজে নিয়োজিত জেলেরা সেখান থেকে পালিয়ে যায়। রবিবার বিকেল সাড়ে তিনটা থেকে ওই দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা ভূমি কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান। অভিযান কালে অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব এবং সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম,ধর্মপাশা থানার এএসআই মহিউদ্দিন, উপজেলা ভূমি কার্যালয়ের অফিস সহায়ক নারায়ণ সরকার প্রমুখ।

    সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, উপজেলার চন্দ্র সোনার থাল,সোনামড়ল ও জয়ধনা হাওরের ফসলরক্ষা বাঁধে অভিযান চালিয়ে চারটি নিষিদ্ধ ভিম জাল জব্দ করা হয়েছে। এসব নিষিদ্ধ ভিম জালগুলো তাৎক্ষণিকভাবে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content