• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    মৌলভীবাজারে প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে মানববন্ধন

      প্রতিনিধি ১ অক্টোবর ২০২৩ , ৩:৫৯:১৮ প্রিন্ট সংস্করণ

    খালেদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি

    বেকামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল কবির এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর

    মৌলভীবাজার সদর আখাইকুড়া ইউনিয়নের বেকামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাৎ, অভিভাবকদের সাথে অসৌজন্যমূলক আচরণ, বিদ্যালয়ে আগমন ও প্রস্থান, শ্রেণি কার্যক্রম না করার প্রতিবাদে ম্যানেজিং কমিটি, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, এলাকার সচেতন মহল ও বর্তমান শিক্ষার্থী এলাকায় ওই বিদ্যালয়ের মাঠে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন আয়োজকরা।

    মানববন্ধনে বক্তারা বক্তব্যে বলেন: তাদের অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে তারা অনেকদিন মিটিং করেছে মৌখিকভাবে উনাকে সংশোধন হওয়ার জন্য বলেছেন কিন্তু তিনি কোনো কর্ণপাত করেনি।

    এমন অবস্থায় ২০২০ সালে উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন অভিযোগ তদন্ত হয় এবং সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে বিভাগীয় উপপরিচালক এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তি প্রদান করে আদেশ দেন। কিন্তু পরিতাপের বিষয় সেই আদেশ আজও বাস্তবায়ন হয় নি এবং অনিয়ম ও দূর্নীতি করেই যাচ্ছেন।

    সর্বশেষ এলাকার মানুষ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটি বরাবর আরেকটি অভিযোগ দাখিল করেন তার সাথে তা কোন অবস্থায় আছে তা তারা জানেন না। তবে তারা আশংকা করছেন এই প্রধান শিক্ষক আরও কিছু দিন বিদ্যালয়ে থাকলে তাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিতের দিকে চলে যাবে।

    বক্তারা আরও বলেন: ওনি উনার ইচ্ছামতো বিদ্যালয়ে আসেন এবং যান কোনো শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করেন না। বিদ্যালয়ে শিক্ষার্থীদের সামনে ধূমপান করেন বিদ্যালয়ের টাকা আত্মসাৎ করেছেন যা এখনো ফেরত দেন নি। অভিভাবকদের সাথে খারাপ আচরণ করেন এলাকাবাসীর দাবি ওনাকে এক সপ্তাহের মধ্যে অপসারণ না করলে তারা প্রধান শিক্ষক কে বিদ্যালয়ে প্রবেশ করতে দিবেন না। এমনকি তাদের সন্তানদের আর বিদ্যালয়ে পাঠাবেন না। তাই উনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবার প্রতি বিনীত অনুরোধ জানান তারা।

    বক্তারা আরও জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা না নিলে পরবর্তীতে লাগাতার কর্মসূচির ঘোষনা দেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content