• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয় ঈদগাঁওতে করার দাবী ঐক্য পরিবারের

      প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৩ , ১২:২৫:৩৬ প্রিন্ট সংস্করণ

    এম আবু হেনা সাগর, ঈদগাঁও (কক্সবাজার)

    পর্যটন শহর কক্সবাজারে হচ্ছে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়। বৃহত্তর চট্টগ্রামে আরো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ঘোষণার পরপরই স্থান নির্ধারণ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ও দাবি উঠে। পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এটি একটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তবে এ বিশ্ববিদ্যালয়টি কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে করার জোর দাবি জানান সামাজিক প্ল্যাটফর্ম ঐক্য পরিবারের নেতৃবৃন্দ।

    জানা যায়, কক্সবাজার জেলা শহরসহ প্রায় প্রতিটি উপজেলায় রয়েছে সরকারী কলেজ। কিন্তু নবগঠিত ঈদগাঁও উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সরকারী শিক্ষা প্রতিষ্ঠান নেই। ঈদগাঁওতে প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্টিত হলে জেলার দূরবর্তী এলাকা সেন্টমার্টিনদ্বীপ,মহেশখালী, কুতুবদিয়া,
    চকরিয়া,রামু,উখিয়া,টেকনাফ,কক্সবাজার সদর সহ পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলা,বান্দরবান জেলার ছাত্র-ছাত্রীর জন্য যোগাযোগ সুবিধাসহ শিক্ষার ব্যয়ও কম হবে। এছাড়াও পৃথিবীর দীর্ঘ তম সমুদ্র সৈকতের কাছাকাছি নবসৃষ্ট ঈদগাঁও
    উপজেলা থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত হওয়ায় দেশ-বিদেশের ভ্রমণ পিপাসু,শিক্ষানুরাগী রা অনায়াসে ভ্রমণ করতে পারবে। পাশাপাশি সুন্দর পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারবে।
    আবার শিক্ষায় এক প্রকার প্রায় অবহেলিত এই কক্সবাজার জেলাকে শিক্ষা ক্ষেত্রে আরো উন্নত করে দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার যোগ্য নাগরিক তৈরী করা যাবে।

    রাজনীতিবীদ লুৎফর রহমান আজাদ লিখেছেন, দক্ষিণ চট্টগ্রামে প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয় কক্সবাজারে ঈদগাঁও উপজেলায় করার সময়ের দাবী। ডাক্তার এসএম মোস্তফা সাদেক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন- চট্টগ্রাম থেকে কক্সবাজারের সেন্টমার্টিন পর্যন্ত দৈর্ঘ্য ২৫০ কি: মি: হলে,মধ্যবর্তী স্থান হবে ঈদগাঁও। পাবলিক বিশ্ববিদ্যালয় এখানে যুক্তিযুক্ত।
    ঈদগাঁও ঐক্য পরিবার এডমিন রেহেনা নোমান কাজল জানান, নতুন ঈদগাঁও উপজেলায় পাব লিক বিশ্ববিদ্যালয় হলে প্রত্যেক এলাকার জন্য সুবিধা হয়। তবে এলাকাটি মধ্যভাগে অবস্থিত।

    প্রয়োজনীয় সংখ্যক যাচাই-বাছাই পূর্বক কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁওতে যদি দক্ষিণ চট্টগ্রামে প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয় করা হয়, তাহলে বিভিন্ন এলাকার শিক্ষার্থী সমাজ নানাভাবে উপকৃত হবে। এ বিষয়ে শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে এলাকার সচেতন লোকজন।

    উল্লেখ যে,কর্ণফুলী নদীর উত্তর পাড়ে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহর। এই শহরে সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয় রয়েছে। তবে নদীর দক্ষিণ তীরে রয়েছে বিজিসি ট্রাস্ট বিশ্ব বিদ্যালয়।

    আরও খবর

    Sponsered content