• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ফেসবুকে ভুয়া আইডি দিয়ে অপপ্রচার : প্রতিকার চেয়ে থানায় জিডি

      প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৩ , ১২:০৫:৩৩ প্রিন্ট সংস্করণ

    দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি :

    ভুয়া ফেসবুক আইডি খুলে দোয়ারাবাজার উপজেলার
    দোহালিয়া ইউনিয়নের প্রবাসী ঐক্য সমাজসেবা সংঘটনের সিনিয়র সহ-সভাপতি মোঃ রুহেল মিয়া ও তার পরিবারের বিরুদ্ধে নানা অপপ্রচার ও কটুক্তি করায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। বৃহস্পতিবার দোয়ারাবাজার থানায় প্রতিকার চেয়ে একটি সাধারণ ডায়েরী করা হয় (ডায়েরী নং ৫৭০/২৩)।
    মোঃ রুহেল মিয়া বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য কে বা কারা আমার ও আমার পরিবারের সদস্যদের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ভুয়া আইডি খুলে আমাদের পরিবারের বিরুদ্ধে নাজেহালমূলক কথা-বার্তা প্রচার করা হচ্ছে। এছাড়াও ‘ফায়খানা আক্তার গু নামক ভুয়া আইডি খুলে একটি চক্র উদ্দেশ্য প্রণোদিত অনেকের মানহানি কর ব্যক্তিগত ছবি আপলোড করে ও কথাবার্তা লিখে প্রচারণা চালাচ্ছে। আমি আইনী প্রতিকার চেয়ে দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। প্রয়োজনে তথ্য ও প্রযুক্ত আইনের সহায়তা নেব।
    এ ব্যাপারে জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানান, রুহেল মিয়ার অভিযোগটি সাধারণ ডায়েরী ভুক্ত করা হয়েছে। এ ব্যাপারে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

    Sponsered content