• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    কমলগঞ্জে আদমপুর ইউনিয়ন এ রাস্তা দুপাশের গাছ চুরচক্রের মোটরসাইকেল ও টমটম জব্দ

      প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৩ , ২:৪১:৪৮ প্রিন্ট সংস্করণ

    আবিদুর রহমান, কমলগঞ্জ প্রতিনিধি।

    মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ আদমপুর ইউনিয়ন এখানে দীর্ঘদিন থেকে আদমপুর রাস্তা দুইপাশে তাকা গাছ গুলো চুর চক্র কেটে নিয়ে যাচ্ছে এ বিষয় এ আদমপুর লোকাল প্রশাসনের উদাসিনতা লক্ষ্য করা গেছে বলে এলাকা বাসী জানিয়েছে। গত কাল কে রাত ৩.৩০ মিনিট এ চুর চক্র যখন গাছ কাটছিল তার খবর পেয়ে কমলগঞ্জ থানার আদমপুর ডিউটি অফিসার আদমপুর বন বিভাগ বিট কে ও কমলগঞ্জ থানা কে খবর দেয় তারা আশার খবর পেয়ে চুর চক্রের সদস্যরা একটি মোটরসাইকেল ও একটি টমটম গাড়ি, গাছ কাটা করাত ফেলে পালিয়ে যায়। অনুসন্ধান করে জানা গেছে যে জব্দকৃত মোটরসাইকেল টি আদমপুর ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি জাকারিয়া আহমেদ এর। বর্তমানে বিষয়টি স্থানীয় কিছু দুর্নীতিবাজ বিষয়টি দামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে।
    উক্ত এলাকার জনসাধারণ জানায় যে দীর্ঘদিন থেকে আদমপুরের রাস্তার দুপাশে গাছ গুলো এলাকা কিছু দুর্নীতিবাজ প্রভাবশালী চুরি করে আসছে। এ নিয়ে অনেক লেখা লেখি ও অভিযোগ করে গাছ চুরি বন্ধ হয়নি। তাই ঐ এলাকায় জনসাধারণ দাবি জানাচ্ছি যে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও কমলগঞ্জ থানা প্রশাসন
    এর কাছে যে অনেক দিন আগ থেকে গাছ চুরির অনেক নিউজ বিভিন্ন সময় সাংবাদিকরা করার পর ও কমলগঞ্জ থানা প্রশাসন গাছ চুরি বন্ধ করতে পারে নাই। এখন যেহেতু চুর চক্রের সদস্যরা একটি মোটরসাইকেল ও একটি টমটম রেখে গেছে তাই চুর চক্রের পরিচয় চিহ্নিত করা সহজ হবে। তাই তারা যত প্রভাবশালী হোক তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এবং আদমপুর এ আর কে কে এ গাছ চুরির সাথে জড়িত আছে তাদের চিহ্নিত করার আহ্বান জানায়। আর যাতে আদমপুর এ রাস্তায় পাশে তাকা গাছ চুরি না হয় তা বেবস্তা করার আহবান জানায় এলাকা বাসী। বিষয়টি যাতে রাজনীতিভাবে না দেখে এ গাছ চুরদের গ্রেফতার করা হয়। এলাকাবাসী কমলগঞ্জ থানা পুলিশ, আদমপুর বন বিভাগ,কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক সাব্বির এলাহি, আদমপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও দেলোয়ার সহ ঘটনাস্থলে যারা গভীর রাতে উপস্থিত হয়ে গাছ চুর দের দমন করতে সহযোগিতা করার সবাই কে ধন্যবাদ জানিয়েছেন।

    আরও খবর

    Sponsered content