• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    কালিয়ায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৫ জুলাই ২০২৩ , ১২:১৬:৪৩ প্রিন্ট সংস্করণ

    রিপন বিশ্বাস (জেলা প্রতিনিধি) নড়াইলঃ

    নড়াইলের কালিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ জুলাই) বেলা ১২ টার দিকে কালিয়া থানার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস তারেক আল মেহেদী।
    কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসনীম আলম সঞ্চালনায় সহকারী পুলিশ সুপার কালিয়া সার্কেল প্রনাব কুমার সরকারের সভাপতিত্বে ‘ওপেন হাউজ ডে’তে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা চেয়ারম্যান বাবু কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, পুরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম,পাঁচ গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এমন সাইফুজ্জামান , কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান মিঠু,সিনিয়র সাংবাদিক শেখ ফসিয়ার রহমান ,কালিয়া পৌরসভা সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক টুকু,কালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহীম শেখ, কালিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরী, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনপ্রতিনিধিরা । প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, পুলিশের কাজ হলো দুষ্টের দমন ও সৃষ্টের লালন। অপরাধী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, অনলাইন প্রচারক চক্র, চাঁদাবাজ, কিশোর গ্যাংদের তথ্য পেলেই অপরাধ দমনে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।
    পুলিশ প্রশাসনকে সকল ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধিরা।

     

    আরও খবর

    Sponsered content