• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    চোখের পলকে ডুবে যাচ্ছে কান্তার বিলের ধান

      প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৩ , ১০:৫৫:২৫ প্রিন্ট সংস্করণ

    মো: আকাশ ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধি

    রাজশাহী,পুঠিয়া,ভালুকগাছি কান্তার বিলের ধান চোখের পলকেই ডুবে যাচ্ছে। গতকাল ০৫/১০/২০২৩ সারাদিন ও সারারাতের পানিতে ডুবে উঠেছে কান্তার বিল

    ধান কেবল কাচথুড় এ অবস্থায় ধান ডুবে গেলে ব্যপক হারে ধানের ক্ষতি হবে বলে জানান কৃষকরা।বেঁচে থাকার জন্য যে খাদ্যদ্রব্যে প্রয়োজন তার মধ্যে অন্যতম খাদ্যখাত হলো ধান

    হাজার হাজার মানুষের বেঁচে থাকার একমাত্র খাদ্য ধান যা চোখের নিমিষেই তলিয়ে যাচ্ছে । এই ধান ডুবে গেলে খাদ্যের সংকট পড়বে বলে জানান কৃষকরা।

    ধানের পাশাপাশি পান বরজ ও হুমকির মুখোমুখি পড়েছেন।আর যদি বৃষ্টিপাত না হয় তাহলে ধান ক্ষেতের সঙ্গে সঙ্গে পান বরজ ও বেঁচে যাবে।।

    যদি এমন ভাবে বৃষ্টিপাত হতে থাকে তাহলে ধান ক্ষেত ও পান বরজ দুটোই নষ্ট হয়ে যাবে।এতে খাদ্যের অভাব সহ বিভিন্ন রকম সমস্যা হবে বলে জানান কৃষক ।

    আরও খবর

    Sponsered content