• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা

      প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৩ , ৩:০২:৫৪ প্রিন্ট সংস্করণ

    নরসিংদী জেলা , স্টাফ রিপোর্টার :-

    নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত’র বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে।
    রায়পুরা উপজেলার গকুল নগরের আতাউর রহমানের মেয়ে বর্তমানে নরসিংদী শহরের ব্যাংক কলোনীতে বসবাসরত সুমা বেগম বাদী হয়ে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নরসিংদীর আদালতে প্রান্তের বিরুদ্ধে এন.আই. এ্যাক্ট এর ১৩৮ ধারায় এ চেক জালিয়াতি মামলা করেন। মামলা নং-১১৮৯/২৩.
    মামলাসূত্রে জানা যায়, সুমা বেগমের সাথে চেয়ারম্যান আজহার অমিত প্রান্তের দীর্ঘদিনের সু-সম্পর্ক ও পরিচিত। প্রান্ত চেয়ারম্যান ব্যবসায়িক প্রয়োজনে সুমী বেগমের কাছ থেকে ৬ মাসের জন্য ৮৫ লক্ষ টাকা ধার নেয়।
    সময় পেরিয়ে গেলেও প্রান্ত চেয়ারম্যান টাকা ফেরত দেয়নি। টাকা ফেরত চাইলে গত ৩ আগষ্ট প্রান্ত চেয়ারম্যান তার নিজ নামীয় একাউন্ট সোশ্যাল ব্যাংক, পাঁচদোনা শাখার নিজ স্বাক্ষরকৃত একটি চেক প্রদান করেন। পরে বাদীনি গত ৯ আগস্ট উক্ত ব্যাংকে চেকটি প্রদান করলে একাউন্টে টাকা না থাকায় বা জমা না দেওয়ায় চেকটি ডিজঅনার করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ জানান, ইউপি চেয়ারম্যান আজহার অমিত প্রান্তর একাউন্টটি বন্ধ আছে। একাউন্টে টাকা জমা না দেয়ায় চেকটি ডিজঅনার হয়ে যায়। টাকা ফেরত পাওয়ার জন্য বাদীনি প্রান্তকে বারবার তাগদা দেওয়া শর্তেও তিনি তা আমলে নেননি। পরে বাদীনি আদালতে প্রান্ত’র বিরুদ্ধে চেক জালিয়াতি মামলা দায়ের করেন।

    আরও খবর

    Sponsered content