• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    পলাশবাড়ীতে জোরপূর্বক জমির ধান কর্তনের অভিযোগ উঠেছে

      প্রতিনিধি ২ মে ২০২৩ , ৮:১৮:৩৪ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার পলাশবাড়ীতে জোরপূর্বক কৃষক আনোয়ার হোসেনের ১৬ শতক জমির ধান কর্তন করে নিয়ে গেছে প্রতিপক্ষ রফিকুল ইসলাম ও তার লোকজন। ঘটনাটি ঘটেছে পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রাম গ্রামে।

    এ ব্যাপারে ভূক্তভোগী কৃষক আনোয়ার হোসেন বাদী হয়ে রফিকুল ইসলাম, জায়দাল হক, আঃ হান্নান, ফেরদৌস মিয়া, জনি মিয়া, নাছিম মিয়া, জেলেখা বেগম, সুমনা বেগম, রুমানা বেগম-কে আসামী করে পলাশবাড়ী থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।

    দাখিলকৃত এজাহার ও সরেজমিনে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রাম গ্রামের আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন রাইগ্রাম মৌজাস্থ ৪৯৫ দাগের ১৬ শতক জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগদখল করে আসছে। প্রতিবারের মতো এবারও উক্ত জমিতে আনোয়ার হোসেনের রোপনকৃত হাইব্রিড হিরা-২ ধান পাকলে প্রতিবেশী রইচ উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম নিজেদের জমি দাবী করে পেশিশক্তি খাটিয়ে ১ মে ভোর ৫টার দিকে কাস্তে, বাংকা, লাঠি, লোহার রড সহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সর্জ্জিত হয়ে সংঘবদ্ধ একটি দল উক্ত জমিতে ধান কাটতে যায়।

    খবর পেয়ে আনোয়ার হোসেন ও তার লোকজন বাঁধা দেয়ার জন্য জমিতে গেলে তাদেরকে ব্যাপক মারপিট সহ শ্লীলতাহানী করে কর্তনকৃত ধান প্রতিপক্ষ রফিকুল ইসলামের বাড়ীতে নিয়ে যায়। এসময় প্রতিপক্ষ ফেরদৌস মিয়া মোর্শেদা বেগমের গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

    মারপিটের ঘটনায় আনোয়ার হোসেন, সজিব হোসেন, শাহাদুল ইসলাম, শহিদা বেগম, মোর্শেদা বেগম, জমিলা বেগম গুরুত্বর আহত হয়ে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

    পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, ধান কর্তনের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

    Sponsered content