• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    নবীনগরে নৌকায় জনপ্রিয়তার শীর্ষে বাদল নিজের অবস্থান ধরে রাখতে মরিয়া বুলবুল

      প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৩ , ৩:৫৭:৫৫ প্রিন্ট সংস্করণ

    নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

    আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে নৌকার প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল আর নিজের অবস্থান ধরে রাখতে মরিয়া বর্তমান সাংসদ এবাদুল করিম বুলবুল।

    তথ্য সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি মুজিবুর রহমানের ছেলে ফয়জুর রহমান বাদল উপজেলার তৃণমূল নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে অবস্থান নেয়ায় আওয়ামী লীগের লোকজনের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া গত একাদশ সংসদ নির্বাচনে পাস করার পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য থাকার সুযোগকে কাজে লাগিয়ে উপজেলার রাস্তা ঘাটের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছে বলে জানান অনেকে।নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান,সাবেক এই সাংসদ দূর্নীতিবাজ,হাইব্রিড দালালদের আশ্রয় প্রশ্রয় না দিয়ে বরাবরই উপজেলার উন্নয়নের জন্য নিজেকে নিয়োজিত রাখায় দলমত নির্বিশেষে সকলের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে। প্রার্থী নির্ণয়ে ভুল করলে এই আসনটি হারানোর সম্ভবনা রয়েছে।

    অপরদিকে বর্তমান সাংসদ এবাদুল করিম বুলবুল নিজের অবস্থান ধরে রাখতে মরিয়া হয়ে সপ্তাহে দুইদিন তার নির্বাচনে এলাকায় সাধারণ মানুষকে সময় দিয়ে চলেছে। তার অনুসারিরা তার নৌকা পাওয়ায় বিষয়ে নিশ্চিত মনে করছে।এছাড়া উপজেলায় শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক বিদ্যালয় ভবন আধুনিকায়ন ,দাঙ্গা প্রতিরোধে কমিটি গঠন, নদী ভাঙ্গন রোধ,যাতাযাতের সুবিধার জন্য নবীনগর- কোম্পানিগঞ্জ সড়ক সংস্কার, চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সকে অধিকতর আধুনিকায়ন করেছে।কিন্তু দলীয় তৃনমূল নেতাকর্মীদের সাথে তার কিছুটা দূরত্ব রয়েছে সাংগঠনিক কারণে।তবে উপজেলার অনেক সাধারণ ভোটাররা নতুন কাউকে নৌকার প্রার্থী হিসেবে পাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। উল্লেখ্য এই সংসদীয় আসনে আওয়ামী লীগের শরিক দলের প্রার্থী ছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী রয়েছে ঢাকা দক্ষিণ আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মুর্শেদ হোসেন কামাল, কেন্দ্রীয় যুবলীগ নেতা আল আমিনুল হক আল আমিন বিশিষ্ট রাজনীতিবীদ ব্যারিস্টার জাকির আহমেদ, কানাডিয়ান প্রবাসী ড. হুমায়ুন কবির, কেন্দ্রীয় উপকমিটির সদস্য ব্যারিস্টার নজরুল ইসলাম নবী প্রমুখ।

    আরও খবর

    Sponsered content