• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    অভয়নগরে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

      প্রতিনিধি ২৭ মে ২০২৩ , ৪:৫৮:১৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

    যশোরের অভয়নগরে ছাত্র বলাৎকারের অভিযোগে হাফেজ মো, সাইফুল্লাহ ওরফে সাইফুল্লাহ হুজুর (৩০) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ মে) আনুঃ বেলা ১২ টার সময় উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উপজেলার বালিয়াডাঙ্গা গাজীপাড়া হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. সাইফুল্লাহ বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামের নূর ইসলামের ছেলে।
    বলাৎকারের শিকার ১৪ বছর বয়সি ওই ছাত্র জানান, বালিয়াডাঙ্গা গাজীপাড়া হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগে ছাত্র সে। দীর্ঘদিন ধরে হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. সাইফুল্লাহ তাকে ভয়ভীতি ও অর্থের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে থাকে। গত ২৪ মে বুধবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে সাইফুল্লাহ হুজুর তার রুমে নিয়ে তাকে জোরপূর্বক বলাৎকার করে। এ বিষয়ে কাউকে জানালে কালো জাদুর মাধ্যমে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয় হুজুর। পরদিন ২৫ মে অসুস্থ অবস্থায় সে বাড়ি চলে যায়।
    ছাত্রের বাবা জানান, বিষয়টি জানার পর শুক্রবার বিকালে অসুস্থ ছেলেকে সঙ্গে নিয়ে সাইফুল্লাহ হুজুরের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেছি এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
    অভিযুক্ত হাফেজ মো. সাইফুল্লাহ তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় বলে দাবি করেন। তবে ওই ছাত্রকে একটু মারপিট করেছিলেন বলে স্বীকার করেন।
    এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষক মো. সাইফুল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    আরও খবর

    Sponsered content