• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    গাইবান্ধার সাদুল্লাপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু; স্বামীকে গ্রেফতার

      প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৩ , ১:২৩:১৪ প্রিন্ট সংস্করণ

    শেখ নাসির আহমেদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

    গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা রসুলপুর ইউনিয়নের বড় দাউদপুর গ্রামে মাজেদা বেগম নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।এনিয়ে সাদুল্লাপুর থানায় ‘প্ররোচনায় আত্মহত্যা’ মামলা দায়ের করেছেন নিহতের মেয়ে রেখা মনি।

    মামলা সূত্রে জানা, যায় ২০১৭ সালে নিহতের প্রথম স্বামী মারা যাওয়ার পর থেকে মাজেদা বেগমের উপর কুনজর পরেন একই গ্রামের সৈয়দ জামানের ছেলে গোলাম রাব্বানীর।

    সে তখন থেকেই বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলো মাজেদা বেগমকে। একপর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
    পরে আনুমানিক মাস তিনেক আগে ইসলামি সরিয়াহ মোতাবেক তাদের বিয়েও হয়।

    কিন্তু বিয়ের পর থেকেই তাকে ঘরে না তুলে বিভিন্ন ভাবে তালবাহানা ও মানোষিক নির্যাতন করতে থাকে রব্বানী।

    এরই একপর্যায়ে ৮অক্টোবর রাত ৮টা ৩০মিনিটে স্ত্রী অধিকার নিয়ে আসামীর বাড়ীতে যান মাজেদা বেগম। পরে আসমীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে আসামী মাজেদা বেগমকে আত্মহত্যার জন্য প্ররোচনা মূলক কথা বলে মানুষিক নির্যাতন করতে থাকে। নির্যাতন সহ্য করতে না পেরে মাজেদা বেগম ইদুর মারা গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরেন বলে ফোন করে নিহতের ছোট মেয়ে রিয়া মনিকে জানান আসামী গোলাম রাব্বানী।

    পরে আসামীর বাড়ীর বাড়ীর লোকজনের সহায়তায় মাজেদা বেগমকে ভ্যান যোগে স্থানী চিকিৎসকের নিটক প্রাথমিক চিকিৎসা নিয়ে অবস্থার অবনতি হলে দ্রুত এম্বুলেন্স যোগে আবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

    নিহতের ঘটনায় মেয়ে রেখা মনি বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি প্ররোচনায় আত্মহত্যা মূলক মামলা দায়ের করেন।

    এবিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম বলেন ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্ত আসামী গোলাম রাব্বানীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    তবে সাংবাদিকদের সামনে ভিন্ন কথা বলেন নিহতের স্বজনরা।
    সন্তানদের দাবী তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
    সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান স্বজনরা।

    হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে জানতে চাইলে ওসি মাহবুব আলম বলেন ময়না তদন্তের রিপোর্ট এলেই তা জানা যাবে।

    আরও খবর

    Sponsered content