• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজধানী

    গাজীপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

      প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৩ , ৫:৩৬:০৫ প্রিন্ট সংস্করণ

    মো: রতন সরকার, স্টাফ রিপোর্টার

    কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসেবে আজ সোমবার গাজীপুর জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্যোগে ভিক্ষুক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।
    প্রোগ্রামকে কেন্দ্র করে দুপুর বারোটা থেকেই জয়দেবপুর রেলগেট সংলগ্ন গাজীপুর জেলা বিএনপির পার্টি অফিসের সামনে ঝড়ো হতে থাকে জেলা ও মহানগরের বিভিন্ন থানা থেকে আগত নেতা কর্মীরা। পূর্ব ঘোষিত সময় দুপুর তিনটার পূর্বেই কানায় কানায় পরিপূর্ণ হয় পার্টি অফিস প্রাঙ্গণ। দফাই দফায় বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতার নেতারা বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হতে থাকে। এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, কৃষক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, মহিলা দল, জাসাস, জটেব সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে প্রচুর পরিমাণ নেতাকর্মী মিছিল নিয়ে উপস্থিত হতে থাকেন।

    বেলা তিন ঘটিকার সময় গাজীপুর জেলা বিএনপির পার্টি অফিস থেকে সকল নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে গাজীপুরের বিভিন্ন স্থানে শো ডাউন করেন। মিছিলটি গাজীপুর রেলগেট হয়ে গাজীপুর রাজবাড়ী মাঠ, কোট প্রাঙ্গণ হয়ে গাজীপুর শহীদ বরকতউল্লাহ স্টেডিয়ামের পেছনে মাঠে সমবেত হয়। এ সময় বিভিন্ন মিছিলে মুখলিত হয়ে ওঠে সমাবেশ স্থল।
    এ সময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজুল হান্নান, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, সাইয়েদুল আলম বাবুল, হুমায়ুন কবির,মেয়র মজিবুর রহমান সহ অন্যান্য বক্তারা। এ সময় বক্তারা তাদের বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবি জানান। পাশাপাশি তারা দাবি করেন দেশের মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে সরকারকে পদত্যাগ করে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার। বক্তাদের বক্তব্য শেষে মিছিলটি নগর ভবনের পিছন দিক দিয়ে গাজীপুর রেলগেটে গিয়ে শেষ হয়।

    আরও খবর

    Sponsered content