• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বান্দরবানে  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর 

      প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৩ , ৪:৩৭:১১ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    বান্দরবানে  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ বান্দরবান সদরস্থ হিলভিউ কনভেনশন সেন্টারে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।

    জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে সমাবেশে  প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। মূখ্য আলোচক: সাইফুল্লাহ রাসেল, উপমহাপরিচালক,চট্রগ্রাম রেঞ্জ,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহিন।জিয়াউর রহমান,পরিচালক,৩৭ আনসার ব্যাটালিয়ন, পটিয়া।মো.কামাল হোসেন,পরিচালক,৪ আনসার ব্যাটালিয়ন,রুমা। সার্বিক ব্যবস্থাপনায়ঃ মো:নুরুজ্জামান, জেলা কমান্ড্যান্ট,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,বান্দরবান পার্বত্য জেলা।

    আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে বান্দরবান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিগত ও চলতি বছরের বিভিন্ন সফলতা এবং আগামী বছরের কার্যক্রম,জেলার গুরুত্বপূর্ণ  দপ্তরের সাথে সমন্বয়,সদস্যদের তথ্য পর্যালোচনা, রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংশ্লিষ্টতা, সরকারী সুযোগ – সুবিধা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি  বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ও দেশনেত্রী শেখ হাসিনার অন্যতম প্রিয় প্রতিষ্ঠান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় নির্বাচনে, করোনাকালীন সময়ে,দূর্যোগে ও দেশের দুর্দিনে প্রশংসনীয় অবদান রেখেছে, আগামীতে ও তারা যেন এই দক্ষতার স্বাক্ষর রেখে যায়।

    সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতীয় নির্বাচন ও চলমান ইউপি নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংশ্লিষ্টতা অত্যন্ত প্রশংসার দাবিদার। মূখ্য আলোচকঃ বক্তব্য  রাখতে গিয়ে  বলেন,মহান স্বাধীনতা যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আনসার বাহিনী স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, দেশের স্বার্থে সকল রাষ্ট্রীয় কর্মকান্ডে আনসার সদস্যদের অবদান রয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান জেলা কমান্ড্যান্ট মো.নুরুজ্জামান বলেন,আমাদের সদস্যদের সামরিক প্রশিক্ষণ,সেলাই প্রশিক্ষণ,ড্রাইভিং সহ নানারকম সাবলম্বীমূলক প্রশিক্ষণ দেয়া হচ্ছে, ভবিষ্যতে দেশের যেকোন কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে আনসার বাহিনী পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সমাবেশ শেষে সকল উপজেলা  দলনেতাদের একটি করে  সাইকেল এবং দলনেত্রীদের মাঝে একটি করে সেলাই মেশিন ও অন্যান্য সদস্যদের কৃতিত্বের জন্য পুরস্কার বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আনসার ভিডিপি দলনেতা মো: আনোয়ার হোসেন’ সহ বান্দরবানের ৭উপজেলারা আনসার বাহিনীর নারী ও পুরুষ দলনেতা ও কর্মী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content